বাংলার খবর২৪.কম : মাওলানা সাঈদীকে মুক্তি না দিলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলীম।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কাফরুলে হরতালের সমর্থনে অনুষ্ঠিত মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারী উচ্চারণ করেন।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সোলাইমান হোসেন, আলাউদ্দিন আলী, অধ্যাপক আনোয়ারুল করিম ও আব্দুল মতিন খান প্রমুখ।
জামায়াত নেতা তসলীম বলেন, এদেশের জনগণ মাওলানা সাঈদীর এ রায় মানে না। এ রায় জনগণ প্রত্যাখ্যান করেছে। এদেশের মানুষ মাওলানা সাঈদীর মুক্তি চায়। সাঈদীর মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি মন্তব্য করেন।
অপরদিকে মিরপুর ১০ নাম্বারে আরেকটি মিছিল করেছে জামায়াত।
শাহআলী থানা জামায়াত আমির মজানুল হক ও পল্লবী থানা সেক্রেটারী আশরাফুল আলমের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা নাছির উদ্দিন ও রিয়াজুল ইসলাম প্রমুখ।