রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আতিক হাসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, না সে আত্মহত্যা করেছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
রোববার রাতে উপজেলার বড়বিল ইউনিয়নের বকসিগঞ্জ পাকুরিয়া শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আতিক হাসানের বাবা রব্বানী মিয়া কুমিল্লায় দিনমজুরের কাজ করেন ও মা আফরোজা বেগম সৌদি প্রবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আতিক উপজেলার বড়বিল ইউনিয়নের বকসিগঞ্জ পাকুরিয়া শরীফ এলাকায় তার নানার কাছে থাকতো। তার মৃত্যুর কয়েকদিন আগে রব্বানী কুমিল্লা থেকে ছেলেকে দেখতে আসেন। রোববার রাতে তিনি স্থানীয় ওয়াজ মহফিলে ছিলেন।
চাচা মহসিন আলীর অভিযোগ, রোববার রাতে তার ভাতিজা টাকা চুরি করে। এজন্য তাকে গালমন্দ করা হয়েছিল। পরে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
তবে এলাকাবাসীরা জানান, টাকা চুরির অভিযোগে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে গলায় রশি লাগিয়ে আত্মহত্যার প্রচারণা চালানো হয়।
নিহত শিশুর নানা আবু বক্কর গঙ্গাচড়া থানায় প্রথমে হত্যার অভিযোগ করেন পরে তা প্রত্যাহার করে ইউডি মামলা করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, নিহত শিশুটির গলায় একটি ক্ষত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান