বাংলার খবর২৪.কম, সোনারগাঁ : সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদার ছলিমুল্লাহর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আল-আমিন জানায়, গত কিছু দিন আগে তিনি তার নিজের নামে একটি জমির নামজারী করতে গেলে সহকারী তহশীলদার ছলিমুল্লাহ ৪০ হাজার টাকা দাবি করেন। এতে তিনি অপারগতা জানালে জমির কাগজপত্র ফেরত দেন।
এই ভূমি অফিসে নামজারী করতে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, তহশীলদার ছলিমুল্লাহ দুপুরের আগে কর্মস্থলে আসেন না এবং ঘুষ বাণিজ্য ছাড়া কোনো কাজ না করায় ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
অন্যদিকে তিনি ক্ষমতার দাপট দেখিয়ে অফিসে বসেই মাদক সেবন করেন। এ ব্যাপারে সহকারী তহশীলদার ছলিমুল্লাহ’র সঙ্গে কথা হলে তার বিরুদ্ধে এ সকল অভিযোগ অস্বীকার করেন তিনি।
সোনারগাঁ উপজেলা ইউএনও আবু নাছের ভূঁইয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, সহকারী তহশীলদার ছলিমুল্লাহ’র বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়ে তিনি নিজেই তহশীল অফিসে গিয়ে তদন্ত করেন এবং মাদক সেবনের আলামত পান। অতি সত্ত্বরই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান