ইরানের নৌযান লক্ষ্য গুলি চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তবে মার্কিন নৌবাহিনীর দাবি, ‘সতর্ক করার জন্য’ ওই গুলি ছোড়া হয়।
মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিতে গত রোববার এ ঘটনা ঘটে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দুই কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই কর্মকর্তারা জানান, সীমা অতিক্রম করে দ্রুত বেগে ইরানের চারটি নৌযান ওই প্রণালিতে চলাচল করে। এসব নৌযান ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের বলে দাবি ওই কর্মকর্তাদের। ওই কর্মকর্তারা জানান, মার্কিন নৌযান থেকে ইরানের নৌযানে যোগাযোগ করা হয় এবং ধীরে চলার আহ্বানও জানানো হয়। কিন্তু ওই নৌযানগুলো কোনো সাড়া দেয়নি।
এরপরই সতর্ক করার জন্য মার্কিন নৌযান থেকে তিনটি গুলি ছোড়া হয়। কর্মকর্তারা জানান, ইরানের নৌযানগুলো টহল দিতে থাকা মার্কিন নৌযানের ৯০০ গজের ভেতর ঢুকে পড়ে।
হরমুজ প্রণালি একটি সরু জলপথ, যা আরব উপদ্বীপ ও ইরানকে পৃথক করেছে। ওই জলপথ পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান