বরগুনা প্রতিনিধি : মহানবী হযরত মুহম্মদ(সঃ) কে নিয়া কটুক্তি করায় লিমন ফকির ও আসাদ নূরের নামে আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোমবার দুপুরে তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ আইনে ২০০৬ সালের -৫৭(১)(২) ধারায় মাওলানা মুফতী ওমর ফারুক মামলা দায়ের করেন।
বিজ্ঞ বিচারক বৈজয়ন্ত বিশ্বাস মামলাটি এজাহারের জন্য আদেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবি এ্যাডঃ মো. আরিফ উল হাসান আরিফ জানান। আদেশে তিনি আরো জানান অফিসার ইনচার্জ আমতলী থানা নিজেকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার আদেশ দেন। উল্লেখ্য ফেইসবুকের মাধ্যমে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাবুল ফকিরের পুত্র লিমন ফকির ও একই ওয়ার্ডের আসাদ নুর নামক একটি ছেলে মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে নিয়ে কটুক্তিমূলক প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
এই অভিযোগে মাওলানা ওমর ফারুক মামলাটি দায়ের করেন।স্থানীয় জনসাধারন লিমন ফকির ও আসাদ নুর কে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান