(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে বেপরোয়া চালিত হিউম্যান হুলারের ১০ যাত্রী আহত হয়েছেন। গত সোমবার রাতে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শ্যামলীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- ধন মিয়া (২৫), আবদুল্লাহ্ (২৫) ও শিপন (২৬)। তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট অভিমুখী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহি হিউম্যান হুলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হিউম্যান হুলারের মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় হিউম্যান হুলারের অন্তত ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত্ (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই এনা বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় বাস ও বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। এছাড়া দুর্ঘটনা কবলিত হিউম্যান হুলারটি উদ্ধার করে সরাইল বিশ্ব রোড হাইওয়ে থানায় রাখা হয়েছে। ্এদিকে অদক্ষ চালক দ্বারা পরিচলিত হিউম্যান হলার গূলি প্রায় সময় দুর্ঘটনায় পতিত হওয়ায় জনসাধারন এটাকে যন্ত্রদানব হিসেবে চিহ্নিত করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান