মাগুরায় ৫দিন ধরে এক চিকিৎসক নিখোঁজ রয়েছেন। গত সোমবার থেকে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন কুমার শিকদারের (২৮) কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ডা. সুমনের আত্মীয়-স্বজন ও সদর থানা পুলিশ নানাভাবে খোঁজ শুরু করলেও শনিবার দুপুর পর্যন্ত তার কোন খবর পাওয়া যায়নি।
ডা. সুমন সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের সুকুমার শিকদারের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের পর ৩৩ বিসিএস (স্বাস্থ্য) উত্তীর্ণ হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিতে যোগদান করেন।
সুকুমার শিকদার শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, সুমন গ্রামের বাড়ি বেঙ্গা বেরইল থেকে অফিস করতেন। তবে মাঝেমাঝে মাগুরা শহরের কলেজ পাড়ায় বন্ধুদের মেসেও থাকতেন।
তিনি জানান, সোমবার বিকালে শ্রীপুরের কর্মস্থল থেকে মাগুরা কলেজ পাড়ার মেসে এসে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোন ফেলে রেখে বাইরে চলে যায় সুমন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় ডা. সুমনের বাবা মঙ্গলবার বিকালে সদর থানায় জিডি করেছেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ডা. সুমনের মোবাইল ফোনের কল লিস্টসহ সব কিছুই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন থানায় এ বিষয়ে ম্যাসেজ দেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. এফ বি এম আব্দুল লতিফ জানান, লেখাপড়া ও চাকরির বিষয় নিয়ে ডা. সুমন মানসিক অশান্তিতে ছিলেন।
অপর এক নির্ভরযোগ্য সূত্র জানায়, ডা. সুমনের মানসিক সমস্যা মাঝেমধ্যেই প্রকট হয়ে ওঠে। ইতিপূর্বেও তিনি পাঁচ দিন নিখোঁজের পর বাড়ি ফিরে এসেছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান