গোপালগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে তাহমিনা (১০) ও মোহাম্মাদ খান (১২) নামে দুই শিশুর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। আজ সোমবার বিকেলে গোপালগঞ্জ উপজেলার করপাড়া গ্রামে কেরামত খানের বাড়িতে ওই দুই শিশুকে বিয়ের প্রস্তুতিকালে সেখানে অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়।
এ ব্যাপারে জানতে জাইলে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ জালাল উদ্দিন জানান, করপাড়া গ্রামে দুই শিশুর বিয়ে হচ্ছে- এমন সংবাদ পেয়ে কেরামত খানের বাড়িতে অভিযান চালানো হয়। পরে ওই দুই শিশুর বিয়ের প্রস্তুতি বন্ধ করে ছেলে ও মেয়েকে উদ্ধার করা হয়। এ সময় তাদের অভিভাবকদের কাছ থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে মুশলেকা নেওয়া হয় এবং ওই দুই শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো জানান, কনে তাহমিনা করপাড়া গ্রামের কেরামত খানের মেয়ে ও করপাড়া প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং বর মোহাম্মাদ খান পার্শ্ববর্তী বনগ্রামের নিয়ামত খানের ছেলে।