যৌন হয়রানির মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত খাওয়া শিক্ষক অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
আজ সোমবার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ শফিউল আজমের আদালতে মামলার বাদী আসাদুল্লাহ আল সায়েম হাজির হয়ে সাক্ষ্য দেন।
আজ সাক্ষ্য শেষ না হওয়ায় বিচারক আগামী ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। এর আগে গত ৩ নভেম্বর একই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
গত ৩০ জুলাই পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের উপপরিদর্শক (এসআই) আফরোজ আইরীন কলি আসামি মাহফুজুর রশিদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলি করা হয়। আদালতে অভিযুক্ত শিক্ষক একাধিকবার জামিন চাইলে বিচারক তা নাকচ করে দেন।
নথি থেকে জানা যায়, গত বছরের ৪ মে রাতে নিজ বাসা থেকে ফেরদৌসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান