ডেস্ক: পাবনার চাটমোহরে রামপুরের চরপাড়া গ্রামের বগার বিলে গণধর্ষণের শিকার হয়েছে এক নারী নির্মাণ শ্রমিক। এ ঘটনায় চাটমোহর থানায় শুক্রবার গভীর রাতে আটজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বগার বিল এলাকায় রাস্তায় ব্লক স্থাপনের কাজ চলছে। ঈশ্বরদীর পাকশীর বাবুপাড়ার এক গৃহবধূ সেখানে শ্রমিকদের রান্নার কাজ করতেন। তিনি পাশের একটি অস্থায়ী ঘরে থাকতেন। গত ২৬ ডিসেম্বর মাঝরাতে ১১ থেকে ১৫ জন যুবক সেখানকার হেড মিস্ত্রি আনিসুর রহমানকে মারধর করে। এরপরে অস্ত্রের মুখে সেই গৃহবধূকে পাশের একটি মাটির খাদে নিয়ে যায়। তারপর সেখানে তারা পালাক্রমে সেই গৃহবধুকে ধর্ষণ করে।
এরপর হেড মিস্ত্রি আনিস দৌড়ে পালিয়ে পাটুলীপাড়া গ্রামবাসীকে ঘটনা জানায়। স্থানীয় মসজিদের মাইকে এ নিয়ে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তখন গ্রামবাসীরা সেখানে গেলে যুবকেরা পালিয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক সরকার এ বিষয়ে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। গৃহবধূকে পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ”