ডেস্ক: নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন তিনি।নতুন বছরে নতুন বই
শিক্ষামন্ত্রী বলেন, নানা প্রতিকূলতার মধ্যে শুরু হওয়া বই উৎসব আমরা এখন ঐতিহ্যে পরিণত করেছি। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানে-গুণে উজ্জ্বল প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। নুরুল ইসলাম জানান, এ বছর চার কোটি ২৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৮৫টি বই বিতরণ করা হচ্ছে।
রাজধানীর পাশাপাশি সারা দেশের সব স্কুলেই একইভাবে পালিত হচ্ছে বই উৎসব। সকালে সেজেগুজে শিশুরা দল বেধে যায় শিক্ষা প্রতিষ্ঠানে। বই হাতে গ্রামের পথে নতুন বই হাতে শিশুদের পথচলার দৃশ্য দেখাও নির্মল এক আনন্দ।
২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি চালু করে। পরে মাধ্যমিকের শিক্ষার্থীদেরও বই দেয়া শুরু হয়।
চলতি বছর চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেয়া হচ্ছে। এই বইয়ের সংখ্যা ৩৬ কোটি ২১ লক্ষ ৮২ হাজার ২৪৫টি। গত বছরের চেয়ে এবার বই বেশি দেয়া হচ্ছে দুই কোটি ৮৪ লক্ষ ৩৪ হাজার ২৩৭টি। চলতি বছর প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে ব্রেইল বই বিতরণ করা হচ্ছে সরকার। এক হাজার ২০১ জন শিক্ষার্থীর জন্য ১১টি বিষয়ে নয় হাজার ৭০৩টি বই তৈরি করেছে সরকার।
এছাড়া স্বাধীনতার সাড়ে চার দশক পর অবশেষে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিশুরা প্রথমবারের মত চাকমা, মারমা, ত্রিপুরা, সাদরি ও গারো এই পাঁচটি ভাষার বই পাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান