সদ্যনির্মিত সিরাজগঞ্জ বাজার স্টেশনের লুপ লাইনে ঘোরানোর সময় একটি ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনার কারণে সিরাজগঞ্জ-ঈশ্বরদী লোকাল ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে প্রায় চারশ যাত্রী বিপাকে পড়েন।
সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে লোকাল ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছে।
“যাত্রী নামার পর সদ্যনির্মিত লুপ লাইনে ইঞ্জিন ঘোরানোর সময় ক্রসিং পয়েন্টে ইঞ্জিন লাইচ্যুত হয়। পয়েন্ট ম্যান পয়েন্ট ঠিক না করায় ইঞ্জিনটি অন্য লাইনে ঢুকে পড়ায় এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি জানান, এখান থেকে ট্রেনটি যাত্রী নিয়ে ঈশ্বরদী যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়ায় সিরাজগঞ্জ-ঢাকা আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস স্টেশনে আসতে পারবে না। ট্রেনটি রাত ১০টার দিকে স্টেশনে পৌঁছার কথা রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিন জানান, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন রাত ৮টার দিকে ঈশ্বরদী থেকে রওনা হয়েছে। ঘটনাস্থলে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান