তায়কোয়ানদোতে স্বর্ণসহ ছয় পদক পেল বাংলাদেশ। ভুটানের মাটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্লাব তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে ১টি স্বর্ণসহ ৬টি পদক পেয়ে তৃতীয় হয়েছে লাল-সবুজের জার্সি ধারীরা।
একমাত্র স্বর্ণ পদক পান সাদ আলি সিদ্দিকী। +৭৮ কেজি ওজনে তিনি এই পদক পেয়েছেন। এছাড়া ফিরিয়ানা কোরাইশী -৬০ কেজিতে, উসমা রিয়াজ রামিসা -৫৬ কেজিতে এবং লাবিবা ফাইরাজ হাসান -৪৮ কেজিতে রৌপ্য পদক ঝুলিতে পুরেছেন।
এদিকে বাংলাদেশের পক্ষে আরাফাত আহমেদ +৭৮ কেজিতে তাম্র এবং অভ্র মোস্তাফা হাসান -৬৮ কেজিতে তাম্র পদক পেয়েছেন।
প্রসঙ্গত, চার জাতির এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারত আর রানার্সআপ ভুটান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান