স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : রামপালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ২ ব্যক্তি নিহত ও ১৬/১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সকাল ৯ টায় খুলনা-মোংলা মহাসড়কে ফয়লা খানজাহান আলী বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। স্থাণীয় সংসদ সদস্য তালুকদার আঃ খালেক ও রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতক্ষ্যদর্শী ইবরাহিম মল্লিক বাপ্পি ও পুলিশ জানায়, খুলনা-মোংলা মহাসড়কে যাত্রি বাহি বাস (ঢাকা-চ-৪৫৮৬) রূপসা থেকে যাত্রী বোঝাই করে মোংলা অভিমুখে আসছিল। এসময় অপর দিক থেকে আসা বসুন্ধরা গ্রুফের সিমেন্ট বোঝাই (ঢাকা মেট্রো-ট-১৩-০৬৯৫) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভার সেলিম (৪০) ও অজ্ঞাত ৭০ বছরের এক বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় খুমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।
এঘটনায় অজ্ঞাত ৭ জনকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ৮ জন হলেন, রামপালের সাথী (১০), দাকোপের নারগিছ বেগম (৩৫), মোংলার মীম (০৭), মোংলার বাবেয়া বেগম (৩০), চাপাইনবাবগঞ্জ এর ফারুক হোসেন (৩৫) ও আওয়াল (৩০), বাগেরহাট সদরের সুনিল (৭০) ও রুবেল (২৫)। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে অজ্ঞাত ৬ জন হাসপাতাল ত্যাগ করেছেন বলে টিএইচও মাছুম ইকবাল নিশ্চিত করেন। রামপাল থানা পুলিশ বাস ও ট্রাক আটক করেছে। এঘটনায় রামপাল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন নিশ্চিত করে বলেন ওভারটেকের কারনে এ দূর্ঘটনা ঘটেছে।