ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান। হামলাকারীকে খুঁজে বের করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এই ঘটনায় অন্তত ৬৯ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তুরস্ক কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো সংবাদমাধ্যমকে সংবাদ সংগ্রহ করতে দিচ্ছে না।
শনিবার দিবাগত রাতে নগরীর বেসিকতাস এলাকার রেইনা নাইটক্লাবে এ হামলা হয়। গভর্নর ভাসিপ সাহিনের দাবি, এটি একটি সন্ত্রাসী হামলা। তবে এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। গভর্নর জানিয়েছেন, হামলাকারী ছিল একজন। তুর্কি ভাষার সিএনএন জানিয়েছে, সান্তা ক্লজের পোশাকে সজ্জিত ছিল হামলাকারী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান