গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জে আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলামকে লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। তবে মামলার তদন্তের স্বার্থে এদের কারও পরিচয় জানানো হয়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ওই তিনজনকে আটকের পর এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার মৃত ঘোষণা করেন লিটনকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান