বেরোবি প্রতিনিধি : দীর্ঘ দশদিন শীতকালীন অবকাশ ও বড় দিনের ছুটি শেষে রোববার থেকে খুলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। রোববার থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে বলে জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে গত ২০ ডিসেম্বর একাডেমিক এবং ২১ ডিসেম্বর থেকে প্রশাসনিক কার্যক্রমে পুর্বনির্ধারিত শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি শুরু হয়।
এই ছুটি ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ হলেও ৩০ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রোববার থেকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালু হবে।