
কুমিল্লার তিতাসে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়ায় লিজা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার দক্ষিন বলরামপুর গ্রামের বাহরাইন প্রবাসী আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ শনিবার ময়নাতদন্তের পর বিকেলে তার লাশ দাফন করা হয়। নিহত লিজা প্রবাসী আবুল হোসেনের বড় মেয়ে।
এ বিষয়ে লিজার মা বিউটি বেগম জানান, পরপর দুবার ফেল করায় আমি লেখাপড়া বন্ধ করে দিব বলেছি মাত্র। রাতে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিল। সে একা ঘরের দরজা বন্ধ করে দেওয়ায় সন্দেহ হয়। আমি ওকে ডাকতে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখি লিজা সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
এ ব্যাপারে তিতাস থানার সেকেন্ড অফিসার এসএম মিজানুর রহমান জানান, এবার মাছিমপুর আর.আর ইনস্টিটিউশন এর জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে লিজা আক্তার (১৪)। সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষায় সে অকৃতকার্য হয়। এ নিয়ে তার মা বিউটি আক্তারে মন মালন্য হয়।
তিনি আরো জানান, মায়ের সাথে অভিমান করে লিজা আক্তার শুক্রতার সন্ধ্যায় ঘরের ভিতর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।