ডেস্ক: কখনও নেতিবাচক বা খারাপ খবরের শিরোনাম হবে না ছাত্রলীগ- নেতা-কর্মীরা এমন শপথ করার দুই দিনের মাথায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির সহিংসতায় বন্ধ হয়ে গেলো কুমিল্লা মেডিকেল কলেজ।
দুই পক্ষের সংঘর্ষের পর শিক্ষা প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গত রাতে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ মহসিনুজ্জামান চৌধুরী চানান, শিক্ষার্থীদের আজ বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৬ ডিসেম্বর বাংলা একাডেমিতে বিজয় দিবসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে খারাপ বা নেতিবাচক খবরের শিরোনাম না হওয়ার বিষয়ে শপথ পড়ান।
ওবায়দুল কাদেরের সঙ্গে সঙ্গে সেদিন ছাত্রলীগ নেতা-কর্মীরা ‘আমরা কখনও খারাপ খবরের শিরোনাম হবে না। আমরা কখনও নেতিবাচক খবরের শিরোনাম হবে না।’
শপথ পড়িয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঠিক তো?’। ছাত্রলীগের নেতা-কর্মীরও সমস্বরে বলেন, ‘হ্যাঁ, ঠিক।’