লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষে রামগঞ্জ থানার এসআই পংকজ দেবনাথ সহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে। সংঘর্ষের সময় পুলিশের বেধড়ক পিটুনি দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে আধাঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল মঙ্গলবার (২৭ডিসেম্বর) রাতে শহরের সালমা হোটেলের সামনে সোনাপুরের তুহিন মল্লিক নামের স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে লাঞ্চিত করে।
খবর পেয়ে তাৎক্ষনিক পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক নোমান হোসেন লোকজন নিয়ে ওই হোটেলের সামনে পৌছলে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল তার নেতা-কর্মীদের নিয়ে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দে নির্বাচন উপভোগ করার জন্য উপস্থিত হলে স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান তার লোকজন নিয়ে একই স্থানে উপস্থিত হলে কথা কাটা কাটির এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শাওন, রাকিব,ফরিদ,জুয়েল বাবু, রবি,এসআই পংকজ দেবনাথ সহ ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল জানান, স্বেচ্চাসেবকলীগের নোমান ভোট কেন্দ্রের সামনে উপস্থিত হয়েই আমাকে গালিগালাজ শুরু করলে ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা করে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান