চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে আওয়ামীপন্থী ‘হলুদ’ দলের হয়ে ডিন নির্বাচিত হতে চলছেন জালিয়াতির দায়ে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়া নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ।
ওই অনুষদে প্রতিপক্ষ দল থেকে হলুদ দলের প্যানেল ভোট দুই তৃতীয়াংশের বেশি হওয়ায় এখন ‘ডিন’ হওয়া তার সময়ের ব্যাপার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের ৪৫০ তম সিন্ডিকেট সভায় ড.ফরিদ উদ্দিনকে ৫ বছরর জন্য বিশ্ববিদ্যালয়র সকল ধরনের পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আদেশে বলা হয়, নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি পদে থাকাকালীন ড. ফরিদ সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিভাগের টিম লিডার হিসেবে তিনি শিক্ষকদের মধ্যে সৌহাদ্যপূর্ণ ও সম্প্রীতি রাখতে পারেননি।
ওই আদেশে স্বজনপ্রীতির বিষয়ে বলা হয়, আপন বোন এমএসএসর পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও ড. ফরিদ একত্রে বসে প্রশ্নপত্র মডারেশনের কাজ করে চরম অনৈতিক ও বেআইনি কাজ করেছেন।
নম্বরপত্র জাল করার বিষয়ে বলা হয়, বিভাগের শিক্ষক খাদিজা মিতু বিদেশ যাওয়ার সময় পরীক্ষা কমিটির সভাপতিকে দেয়ার জন্য বিভাগের অফিস সহকারী লোকমানের নিকট রক্ষিত এমএসএস পরীক্ষা ২০০৫ এর ৫০২ নম্বর কোর্সের নম্বর ফর্দের মূল খামটি ড. ফরিদ নিয়ে তা খুলে নম্বর ফর্দের অনুলিপি ও স্বাক্ষর জাল করেছেন। এ সকল কার্যাদির ফলে বিভাগের একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট করেছেন তিনি। যা চরমভাবে বেআইনি।
এ ছাড়া বিভাগ শিক্ষকদের নিয়ে গ্রুপিং, স্বজনপ্রীতি, ছাত্রীপ্রীতি এবং ছাত্রীদের কুপ্রস্তাব দেয়াসহ বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নৃ-বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে এমন সব তথ্য পাওয়া যায়।
এদিকে হলুদ দল থেকে ড. ফরিদকে মনোনয়ন দেয়া হলেও খোদ তার বিষয়ে অভিযোগ ও ক্ষোভ জানিয়েছেন, দলের অন্য শিক্ষকরা।
তারা অভিযাগ করে বলেন, বর্তমান হলুদ দল ভিসির নির্দেশে চলছে। যখন যিনি ভিসি থাকেন তখন তিনি দলের মনোনয়নের ক্ষেত্রে প্রভাবিত করার চেষ্টা করেন। ফলে এ ধরনের অভিযুক্ত ও অযোগ্য ব্যক্তিরা মনোনয়ন পাচ্ছেন।
মনোনয়ন নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রবীণ শিক্ষক। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, সাধারণত অনুষদের মধ্যে যোগ্য, চরিত্রবান ও যাদের বিষয়ে কোন ধরনের অভিযোগ নেই। তাদের ডিন নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়ে থাকে। কিন্তু এবার সমাজ বিজ্ঞান অনুষদে তার ব্যত্যয় ঘটেছে। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল।
এদিকে বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন মনোয়নের সমালোচনা করে বলেন, নতজানু ভিসি। নতজানু প্রশাসন এবং নতজানু স্টিয়ারিং কমিটি এমন সিদ্ধান্ত নেবে।
এসব বিষয়ে গোটা দলকে দুষে সমাজ বিজ্ঞান অনুষদর সাবেক ডিন অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত বলেন, এখন অযোগ্যদের দিয়ে দল চলছে। যারা জি হুজুর, জি হুজুর করে। এখানে যোগ্যদর কোনো দাম নেই।
এসব অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ বলেন, জোট সরকারের আমলে বেআইনিভাবে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। পরে তা প্রত্যাহার করা হয়েছে। নিজেকে হলুদ দলের প্রার্থী আখ্যায়িত করে তিনি আরও বলেন, দলের মনোনয়নের মাধ্যমে আমি প্রার্থী হয়েছি।
এ নিয়ে কথা বলতে হলুদ দলের আহ্বায়ক অধ্যাপক ড. সুলতান আহমদের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।