চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি : দেশে এই প্রথম জেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হলেন ৮ নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে আবু হান্নান মোঃ সাদেক ছোটন ৩৮ ভোট ও ৯ নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান ফিজার ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর, সাতনালা, ফতেজংপুর, ইসবপুর তেঁতুলিয়া, আলোকডিহি ও খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন নিয়ে ৮ নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৯১ ও আব্দুলপুর, অমরপুর, আউলিয়াপুকুর, সাইতাড়া, ভিয়াইল, পূনট্টি ও সদর উপজেলার শশরা ইউনিয়ন নিয়ে ৯ নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৯৫ জন।
প্রার্থীর সংখ্যা ৮ নং ওয়ার্ডে ৩ ও ৯ নং ওয়ার্ডে ৩ জন। চিরিরবন্দর উপজেলার আলোকডিহি উচ্চ বিদ্যালয়ে ৮ নং ওয়ার্ডের ও চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯ নং ওয়ার্ডের ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ভোটগ্রহন শুরু হয়ে বিরতীহীনভাবে দুপুর ২টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটগ্রহন শেষ হয়।