ডেস্ক: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও মাদ্রাসার সাধারণ বিষয়ের শিক্ষকদের সুপার ও অধ্যক্ষ হওয়ার সুযোগসহ ৮ দফা দাবী জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন। এছাড়াও ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতাও দাবী করেছেন।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জানানো দাবীতে তারা বলেন, “বিচ্ছিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ না করে মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ করুন”।সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মহাসচিব জহির উদ্দিন।
জাতীয়করণ ছাড়াও তাদের অন্যান্য দাবীগুলোর মধ্যে রয়েছে, ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়ি ভাড়া প্রদানসহ প্রতিটি আলিম ও ফাজিল মাদ্রসায় বিজ্ঞান ভবন নির্মাণ; জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০১৩ খ্রিস্টাব্দের জারিকৃত সংশোধিত পরিপত্র বাতিল করে ২০১২ খ্রিস্টাব্দের পরিপত্র বহাল রাখা অর্থাৎ সাধারণ বিষয়ের শিক্ষকদের সুপার ও অধ্যক্ষ হওয়ার সুযোগ দেয়া; আলিম ও ফাজিল পর্যায়ে প্রতি বিষয়ে দ্বিতীয় শিক্ষক নিয়োগ দেয়া ও জনবল কাঠামোয় প্রদর্শক ও গ্রন্থাগারিক পদ অর্ন্তভুক্ত করা। দাবীর মধ্যে আরো রয়েছে, সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫:২ অনুপাত প্রথা বাতিল করা; এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী প্রভাষকদের চাকরির ৪ বছর পূর্ণ হলে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া এবং উচ্চ মাধ্যমিক কলেজ অথবা স্নাতক কলেজের মত আলিম অথবা ফাজিল মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সংখ্যা বৃদ্ধি করতে হবে। এছাড়াও সকল মাদ্রাসায় তারা জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করার দাবী জানান।
গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ফাজিল মাদ্রাসার প্রভাষক জহির উদ্দিন বলেন, সারাদেশে নয় হাজারের বেশি মাদ্রাসায় ১ লাখ ১১ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। জহিরের দাবী অনুযায়ী শিক্ষকদের মধ্যে ৬০ হাজারেরও বেশি জেনারেল টিচার্স।
সংবাদ সম্মেলন এসাসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ, মহাসচিব মো. জহির উদ্দিন হাওলাদারসহ আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি রিয়াজুল করিম, সিনিয়র যুগ্ম মহাসচিব ফজলুল বারী, যুগ্ম মহাসচিব হোসনি মোবারক,মো.রফিকুল ইসলাম ও এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান