বাংলার খবর২৪.কম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন করার উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পত্রিকার ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকদের (ডিসি) ক্ষমতা দেওয়া সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
বেশ কিছু সংবাদপত্র চাকরি থেকে সংবাদকর্মীদের ইচ্ছেমতো অব্যাহতি দেয়। এমনকি ঈদের সময়েও। এ বিষয়টি নিয়ে কোনো আইন করা হবে কি-না জানতে চাইলে তিনি জানান, সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংবাদপত্রকর্মী (চাকরির শর্তাবলী) আইনের খসড়াও প্রস্তুত করা হচ্ছে।
তিনি আরও জানান, আইনটি করা হচ্ছে চাকরির শর্তাবলী নিয়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তায়। গণমাধ্যমের জন্য অন্য আইনগুলোও আগামী ডিসেম্বরের মধ্যে হালনাগাদ করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান