বাংলার খবর২৪.কম: জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ‘ভাবমূর্তি সুসংহত করা’র যথাযথ সুযোগ সৃষ্টি করবে বলে মত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। এবারও তিনি বাংলায় বক্তৃতা দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন নিউইয়র্ক সফর নিয়ে এ আশাবাদ তুলে ধরেন। শেখ হাসিনার নিউইয়র্ক সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর নিউইয়র্কে সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে কতজন যাচ্ছেনএ প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারিভাবে ৫০ জনের মতো হবে। এ ছাড়া কতজন সচিব এ সফরে নিউইয়র্ক যাচ্ছেন এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, সাধারণ পরিষদের অধিবেশনে অনেকগুলো বিষয়ে আলোচনা হবে। এ বিষয়ে আলোচনার জন্য বেশ কয়েকজন সচিব যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী প্রতিনিধিদলসহ নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা দেড়শ ছাড়িয়ে যাবে। এদের মধ্যে অন্তত ছয়জন সচিব থাকছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। এবারও তিনি বাংলায় বক্তৃতা দেবেন। সাধারণ পরিষদের এবারের বিতর্কের প্রতিপাদ্য ‘ডেলিভারিং অন অ্যান্ড ইমপ্লিমেন্টিং এ ট্রান্সফরমেটিভ পোস্ট-২০১৫ ডেভালপমেন্ট এজেন্ডা’।
পররাষ্ট্রমন্ত্রী জানান, নিউইয়র্ক অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, চিলি, কাতার, বেলারুশসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া অন্যবারের মতো এবারও জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত দুটি আলাদা অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি তিনি ইউএস চেম্বারস ও ইউএস বিজনেস কাউন্সিলের যৌথ আয়োজিত একটি বৈঠকে যোগ দেবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান