চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণ মামলার আসামি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী জামিনে ছাড়া পেয়েছেন।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ইকবাল কবির জানান, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন মুফতি ইজাহার।
“জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর যাচাই বাছাই করে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।”
গত বছরের ৭ অগাস্ট দুপুরে তার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা (লালখান বাজার মাদ্রাসা) গেইট থেকে তাকে গ্রেপ্তার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।
২০১৩ সালের ৭ অক্টোবর ওই মাদ্রাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে।
এছাড়াও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনও (দুদক) একটি মামলা করে ইজাহারের বিরুদ্ধে।
মাদ্রাসায় বিস্ফোরণের সব মামলায় মুফতি ইজাহার ও তার ছেলে হারুন ইজাহারকে আসামি করা হয়েছিল। ঘটনার দুইদিন পর মুফতি হারুন গ্রেপ্তার হলেও পলাতক ছিলেন ইজাহার।
বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের তিন মামলায় মুফতি ইজাহার, তার ছেলে হারুন ইজাহার এবং মাদ্রাসার তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিল পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান