মজুরি বাড়ানোর দাবিতে আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের জন্যও বিএনপিকে দুষছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক লীগের আলোচনা সভায় বক্তব্যে তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে ‘ব্যর্থ হয়ে’ বিএনপি এখন ‘বেপরোয়া’ দলে পরিণত হয়েছে।
গার্মেন্ট শিল্প নিয়ে নতুন ‘চক্রান্ত’ শুরু হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “সব জায়গাতেই হেরে তারা এখন গার্মেন্ট নিয়ে লেগেছে। তারা ভাবছে গার্মেন্ট শ্রমিকদের যদি অশান্ত করা যায় তাহলে কিছু একটা করা যাবে। কিন্তু তাদের এই আশা পূরণ হবে না।”
বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে সপ্তাহকাল বিক্ষোভের পর গত ১৯ ডিসেম্বর সাভারের আশুলিয়ার ২৫ কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরদিন ওই এলাকার ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।
এরপর শ্রমিক বিক্ষোভে উসকানি ও বিশৃঙ্খলার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তারের পাশাপাশি সাড়ে তিনশ’র মতো শ্রমিককে বরখাস্ত করা হয়। প্রায় দেড় হাজার শ্রমিককে আসামি করে ১০টি মামলা দায়ের হয়।
এ প্রেক্ষাপটে সোমবার বন্ধ কারখানাগুলো খুলে দিয়েছে মালিকপক্ষ।
পোশাক কারখানায় যেন অস্থিরতা তৈরি না হয় সেজন্য শ্রমিক লীগ নেতাদের সব সময় সোচ্চার থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, “শেখ হাসিনা যখন আছে তখন তিনিই সব কিছুর অনুকূল পরিবেশ তৈরি করবেন। কোনো সমস্যা থাকলে তিনি সমাধান করবেন। আপনারা চক্রান্তের শিকার হয়ে নিজেদের সন্তানকে হত্যা করবেন না।”
বিএনপিকে ‘ব্যর্থ’ দল দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির নেতারা কীভাবে বলে বাংলাদেশ এখন ব্যর্থ? বাংলাদেশ ব্যর্থ নয়, বিএনপিই ব্যর্থ দলে পরিণত হয়েছে। ব্যর্থ বলেই তারা কোনো আন্দোলন করতে পারে না।
“শুধু বলে ঈদের পর আন্দোলন, আগামী বছর আন্দোলন। আন্দোলন হবে কোন বছর? এই ঈদ, সেই ঈদ, কোনো ঈদেই তো আন্দোলন হয় না? আন্দোলনও হয় না, তাদের জোয়ারও আসে না। মরা গাঙ্গে কখনও জোয়ার আসে না।”
নারায়গঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের আর কোনো কথা না বলার আহ্বান জানিয়ে কাদের বলেন, “সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কোনো কথা বলতে না পেরে তারা নালিশ করে বেড়াচ্ছে। তারা তো এখন নালিশ পার্টি হয়ে গেছে।”
কৃষক লীগের সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বক্তব্য দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান