বাংলার খবর২৪.কম : বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে খন্দকার ইকবালকে নিয়োগদানে বাংলাদেশ ব্যাংককে অনাপাত্তি পত্র দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ইস্যু করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান, স্বাভাবিক নিয়মে কর্মসংস্থান ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দানের জন্য অর্থ মন্ত্রণালয় অনাপত্তি চিঠি দিয়েছে। দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের রেগুলেটর হিসাবে বাংলাদেশ ব্যাংক সে চিঠির উত্তর দেবে।
পরে প্রয়োজন অনুযায়ী অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পরিষদ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ব্যাংক শুধু দেখবে তার নামে কোন আর্থিক কেলেঙ্কারি বা গুরুতর কোন অভিযোগ আছে কিনা।
চলতি বছরের ২৫ মে বেসিক ব্যাংকের এমডি কাজী ফখরুল ইসলামকে ঋণ কেলেঙ্কারিতে ও ক্ষমতার অপব্যবহারের কারণে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকেই ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)ফজলুস সোবহান চলতি দায়িত্ব হিসাবে এমডির দায়িত্ব পালন করে আসছেন।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোন ব্যাংকের এমডি পদ ৯০ দিনের বেশি শুণ্য থাকতে পারবে না। এই ৯০ দিনের মধ্যে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে পারেনি অর্থ মন্ত্রণালয়।
নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগদানের জন্য ৩ জনের একটি প্যানেলের নাম অর্থ মন্ত্রণালয়ে পাঠায় বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ। যার মধ্যে বেসরকারি ব্যাংকের দুইজন এমডির নামও ছিল।
অর্থ মন্ত্রণালয় ব্যাংকটির জন্য নতুন এমডি হিসাবে কর্মসংস্থান ব্যাংকের বর্তমান এমডি খন্দকার ইকবালকে প্রাথমিকভাবে মনোনীত করেছে। বাংলাদেশ ব্যাংক তার ব্যাপারে অনাপত্তি দিলে সরকার তার নামে প্রজ্ঞাপন জারি করবে।
উল্লেখ্য, রাষ্টায়ত্ব ব্যাংকগুলোর শেয়ারহোল্ডার সরকার হওয়ায় ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান