সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চক্রান্তে লিপ্ত রয়েছে বলে বিএনপির অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল হিসেবে বিএনপি ব্যর্থ, দেশ নয়।
সোমবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপির সেক্রেটারি জেনারেলের একটা কথা শুনলাম: বললো, সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এসব শুনে কী বলি.. বানরে সঙ্গীত গায়, শীলা জলে ভাসে।
“আসলে দেশ ব্যর্থ নয় বিএনপি ব্যর্থ দল। এবং সে ব্যর্থতার খেসারত তারা দিচ্ছে, ক্রমে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।”
রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সরকার এই দেশটাকে, এই রাষ্ট্রকে সম্পূর্ণ বাসের অনুপযোগী করে গড়ে তুলেছে।
“আজকে গোটা রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এরা অত্যন্ত সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবে এই অনির্বাচিত অবৈধ সরকার এই কাজটি করছে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের পরিণত করবার তারা চক্রান্ত করছে।”
বিজয় দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল কাদের তার ওই বক্তব্যের জবাব দেন।
তিনি বলেন, “বিএনপির মতো একটা দল, তাদের এখন কিছু করার নাই। বিএনপি নিজেরাই আত্মঘাতী। তারা নিজেরাই তাদেরকে দুর্বল করে ফেলেছে, বেপরোয়া ও হতাশ করে ফেলেছে। তাদের নিজেদের আপন ঘরে শত্রু।
“আজকে সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া তাদের আর কোনো অবলম্বন নাই। আন্দোলন করে আন্দোলন হয় না। আট বছর ধরে শুনে আসছি, আন্দোলন হবে। রোজার পর শুনি কোরবানির পর হবে, কোরবানির পর শুনি পরীক্ষা আছে। এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর?”
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি বারেবারে ডাক দিচ্ছে জোয়ার আসবে, জোয়ার আর আসে না। মরা গাঙ্গে জোয়ার আসে না।”
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে বিএনপি নেতাদের ‘মাথা খারাপ’ হয়ে গেছে মন্তব্য করে কাদের বলেন, “একেবারে বেপরোয়া হয়ে গেছে। কি যে করবে, কি যে হলো বুঝতে পারছে না। আন্তর্জাতিক-দেশীয় পর্যবেক্ষণ, সাংবাদিক সবাই দেখল, এই নির্বাচন সারা দুনিয়ার দৃষ্টান্ত, মডেল নির্বাচন, বিরল ঘটনা।
“এই নির্বাচনের পরও বলতেছে কি, জাতির সমস্ত স্তম্ভ ভেঙ্গে দিয়েছে। এ যে মডেল নির্বাচন, এর চেয়ে বড় স্তম্ভ আর কি? মডেল তৈরি করে আমরা ভেঙ্গে দিচ্ছি?”
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের চমৎকার ’টিমওয়ার্ক’ ও দলীয় প্রার্থীর জনপ্রিয়তার কারণে ওই নির্বাচনে ‘সোনালি ফসল ঘরে তোলা’ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে দেখলাম, নতুন আপদ আত্মঘাতী নারী, এর সঙ্গে অবুঝ শিশু ব্যবহৃত হচ্ছে ঢাল হিসাবে। একজন কিশোর এখন আত্মঘাতী, সুইসাইড স্কোয়াডের সদস্য। আমরা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে আমরা উপড়ে ফেলব, শেখ হাসিনার নেতৃত্বে ও মুক্তিযুদ্ধপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে।”
অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে ‘খারাপ খবরের শিরোনাম হবো না’ বলে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক এই সভাপতি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নাট্যনির্মাতা শমী কায়সার বলেন, “ছাত্রলীগ নেতাকর্মীদের সংস্কৃতি চর্চা, মেধা-যোগ্যতা দিয়ে ছাত্রসমাজের কাছে অনুকরণীয় হয়ে উঠতে হবে। আর অনুপ্রবেশ করে যাতে কেউ সংগঠনের সংগ্রামী ঐতিহ্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।”
ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান