বাংলার খবর২৪.কম, ঢাবি : নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় কিছু বিষয় নতুন সংযোজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ইতিহাসে এবছরই প্রথম এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এই ইউনিটে মোট ৫টি ক্যাটাগরি থাকবে। এর মধ্যে ভর্তিচ্ছুদের যেকোনো ৪টি বিষয়ে উত্তর করতে হবে।
এছাড়া যারা ইংরেজিতে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ইলেকটিভ ইংলিশ দাগাতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার নীতিনির্ধারক এই পদ্ধতি চালু করেছে বলে জানা গেছে।
ভর্তি পরীক্ষায় যে সকল বিষয় সংযোজন করা হয়েছে: খ ইউনিটের প্রশ্নে ৫টি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। বিষয়গুলো হচ্ছে- বাংলা, ইংরেজি, ইলেকটিভ ইংলিশ, সাধারণ জ্ঞান-১ এবং সাধারণ জ্ঞান-২। এসব থেকে যেকোন ৪টি বিষয়ে উত্তর করতে হবে। ৪টি অংশের অধিক উত্তর করলে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে।
এর মধ্যে ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদেরকে বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশ অংশের উত্তর করা বাধ্যতামূলক। ইলেকটিভ ইংলিশ অংশের উত্তর না করলে কোনো শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হতে পারবে না।
যারা উচ্চ মাধ্যমিকে বাংলা পড়েনি তাদেরকেও ইলেকটিভ ইংরেজি অংশের উত্তর করতে হবে।
তবে যারা উচ্চ মাধ্যমিকে বাংলা পড়েছে এবং ইংরেজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক নয় তাদের ক্ষেত্রে ইলেকটিভ ইংলিশ বিষয়ে উত্তর না করলেও চলবে। সেক্ষেত্রে তাদেরকে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের দুটি অংশের উত্তর করলেই চলবে।
এছাড়া সাধারণ জ্ঞানের প্রশ্ন আগের মতোই অপরিবর্তিত থাকবে। যার একটি অংশে থাকবে বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং অপর অংশে থাকবে আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত সাধারণ জ্ঞান।
উল্লেখ্য, আগামী শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাবি ও এর বাইরের মোট ৭৩টি কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ২ হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করেছে ৪২ হাজার ৪১৭ পরীক্ষার্থী। প্রতি আসনে লড়বে ২০ জন শিক্ষার্থী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান