চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি : ইংরেজী বছরের শেষ সময়ে চিরিরবন্দর সহ পুরো দিনাজপুরে বিভিন্ন জায়গায় হাল্কা বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল থেকেই মেঘের আনাঘোনা হলে সকাল ১১ টায় হঠাৎ করে অন্ধকার হয়ে আসে,সড়ক ও মহাসড়কে যানবাহন গুলোকে হেড লাইট জালিয়ে চলতে দেখা গেছে।
প্রায় সারা দিন আকাশ মেঘে ঢাকা ছিল। সকাল ১১ টা থেকে শুরু করের সন্ধা পযন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মধ্য পৌষের এ বৃষ্টি শীতের তীব্রতা আরও বাড়াতে পারে এমন শঙ্কা থাকলেও কৃষিতে খুব উপকার হবে বলে কৃষিবিদরা মনে করছেন।
বেশ কিছুদিন ধরে দিনাজপুর অঞ্চলে কনকনে শীত অনুভূত হচ্ছে। পাশাপাশি রাস্তা ঘাটে ধুলাবালিতে চলাচল করা কষ্টকর হয়ে পড়ে। গাছপালা, লতা পাতায় ধুলায় মলিন হয়ে পড়ে। হঠাৎ বৃষ্টিপাত হওয়ায় ধুলায় মলিন অবস্থা থেকে কিছুটা মুক্ত হয়েছে গাছপালা, লতাপাতা। শুকিয়ে যাওয়া শাকসবজিসহ রবি শস্যের ক্ষেত কিছুটা পানির পরশ পেয়েছে।