হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে বালুখালি জামে মসজিদ ও নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা কমিটির যৌথ সমন্বয়ে আয়োজিত ওয়াজ-মাহফিল পণ্ড হয়ে গেছে।
নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. মহিন উদ্দিন জানান, শনিবার রাতে জামে মসজিদ সংলগ্ন মাঠে মাহফিল চলাকালে এলাকার কয়েকজনসহ বহিরাগতরা লাটিসোঠা নিয়ে হামলা চালায়। এসময় মাদ্রাসায় ভাংচুর চালিয়ে আসবাবপত্র, প্রচার গেইট, ব্যানার ছিড়ে ফেলে। হেফজখানার ছাত্রদের (শিশু) মারধর করে।
তিনি আরও জানান, মাহফিলে ও মাদ্রাসায় হামলার ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান মীমাংসার আশ্বাস দিলে বিষয়টির নিষ্পত্তির জন্য আমরা অপেক্ষায় ছিলাম। এর মধ্যে গত রোববার ওই ঘটনাটি স্থানীয় সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে অবহিত করার জন্য যাওয়ার পথে অভিযুক্তরা আবারও হামলা করে। হাট বাজারের পথে আবুল কালাম ও মো. মঞ্জুর নেতৃত্বে আরজু, তৌহিদ, মোরশেদ তাদের গাড়ির গতিরোধ করে নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুস সালাম, জামাল উদ্দিন, সহ-সম্পাদক আব্দুল করিম, মো. শফি এবং মুন্নাকে পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে জানতে চাইলে হামলাকারী আবুল কালাম এর ছোট ভাই ঘটনার নেতৃত্বদানকারী মো. মঞ্জুর ঘটনার বিষয়টি স্বীকার করেন এবং বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সুরাহা করে দেবেন বলে জানায়।
স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান টেলিফোনে বলেন, এ বিষয়টির মীমাংসার জন্য প্রশাসনের কর্তাদের সঙ্গে আমি আলাপ-আলোচনা করেছি। অচিরেই এ বিষয়টির সুরাহা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান