বাংলার খবর২৪.কম : বিএফআইডিসি- এর পরিচালক মো. মজিবুর রহমান প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ- এর পরিচালক (প্রশাসন), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুষেন চন্দ্র রায় এনটিআরসিএ- এর সদস্য, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক বিএফআইডিসি- এর পরিচালক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের মীর আলী রেজা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হারুনার রশিদ ‘সাপোর্ট টু ক্যাপসিটি বিল্ডিং অব বাংলাদেশ ইকনোমিক জোনস্ অথরিটি’ কারিগরি সহায়তা প্রকল্পের প্রকল্প পরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে বদলির আদেশাধীন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ তলা)’ প্রকল্পের প্রকল্প পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) সৈয়দ নাজমুল হুদা মংলা বন্দরে আধুনিক সুবিধাদিসহ ৫০,০০০ মে. টন ধারণক্ষমতা সম্পন্ন কনক্রিট গ্রেইন সাইলো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) বেগম রোকসানা মালেক এনডিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক এসএম রেজওয়ান হোসেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগপূর্বক কো-অর্ডিনেটর বিজনেস প্রমোশন কাউন্সিল হিসেবে দায়িত্ব পালনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. আব্দুস সালাম সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব আলম আরা বেগম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. বিল্লাল হোসেনকে ওএসডি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম শাহীনুর শাহীন খানকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি, এমপির অভিপ্রায় অনুযায়ী তার একান্ত সচিব হিসেব নিয়োগ দেওয়া হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) বেগম শাহীনা ফেরদৌসী হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, র্যাব-এর আইন কর্মকর্তা আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চার্জ অফিসার মো. শাহাদাত হোসেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।