পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

রুশ বিমান বিধ্বস্ত, ৯২ আরোহীর কেউ বেঁচে নেই (লাইভ আপডেট)

৯২ আরোহী নিয়ে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক বিমানের কেউ আর বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ সময় রোববার বিকেলে এ তথ্য জানানো হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে কৃষ্ণ সাগরের কাছে সোচি থেকে টিইউ-১৫৪ বিমানটি উড্ডয়ন করার ২০ মিনিটের মধ্যেই রাডার সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর কৃষ্ণ সাগরে বিমানটি ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিমানটিতে ৮৪ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। সর্বশেষ বাংলাদেশ সময় সন্ধ্যা পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

লাইভ আপডেট (বাংলাদেশ সময়)

৯টা ৬ মিনিট: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উদ্ধার অভিযানে ৩২টি জাহাজসহ আরও উদ্ধারকারী সরঞ্জামাদি আনা হয়েছে।

৯টা ৫ মিনিট: কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। বিমানের আরোহী পরিচালক আলেকসান্দরভ ইনসেমবেলকে ব্যক্তিগতভাবে চেনেন উল্লেখ করে তাকে একজন চমৎকার মানুষ হিসেবে উল্লেখ করেন।

৮টা ৩৮ মিনিট: একই ঘটনায় শোক প্রকাশ করেন কমনয়েলথ মহাসচিব বরিস জনসন।

৮টা ২৮ মিনিট: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উদ্ধার হওয়াদের পরিচয় শনাক্তের কাজ মস্কোতে চলছে।

৭ টা ৩৫ মিনিট: রাশিয়ার সামরিক বিমান টিইউ১৫৪ দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৭টা ৫০ মিনিট: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

৭টা ২০ মিনিট: সোচিতে পৌঁছাতে শুরু করেছেন বিধ্বস্ত বিমানে থাকা যাত্রীদের স্বজনেরা।

৬টা ৪৪ মিনিট: বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

৬টা ৩০ মিনিট: এ পর্যন্ত ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৫টা ১২ মিনিট: রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন টেফট বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

৪টা ২১ মিনিট: উদ্ধার অভিযানে অংশ নিয়েছে চারটি নৌযান, চারটি হেলকপ্টার। ছয়টি বড় জাহাজ ও ৬০ জন ডাইভারকে উদ্ধার কাজে লাগানো হয়েছে। আরও বাড়তি ৫০ জন ডাইভারকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। এছাড়া গভীর সমুদ্রে জরিপে সক্ষম সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। উদ্ধার অভিযানের এ ছবিটি স্পুটনিক থেকে সংগৃহীত।

৪টা ১ মিনিট: স্থানীয় প্রশাসন নিহতদের স্বজনদের মানসিক অবস্থা মোকাবেলা করতে সাহায্য করার জন্য মনোবিদদের জড়ো করেছেন।

৩টা ৫৯ মিনিট: বিধ্বস্তস্থল শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করে তীরে আনা হয়েছে। বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই- রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয়।

৩টা ২৮ মিনিট: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেশটির সুপরিচিত মানবাধিকার কর্মী এলিজাবেথা গ্লিঙ্কার এ ছবিটি তোলা হয়েছিল চলতি মাসের ৮ তারিখ। ওই দিন মানাবাধিকারের জন্য উল্লেখযোগ্য অবদান রাখায় গ্লিঙ্কাকে জাতীয় পুরস্কার প্রদান করেন পুতিন। ছবি: স্পুটনিক/এএফপি

২টা ৪৮ মিনিট: রাশিয়া টুডে’র সৌজন্যে উদ্ধার অভিযানের একটি ভিডিও দেখুন এখানে

২টা ৩৬ মিনিট: প্রেসিডেন্সিয়াল কাউন্সিল ফর হিউম্যান রাইটস এর প্রধান মিখাইল ফেডোটোভ বলেছেন, ‘ফেয়ার ফান্ড’ এর প্রধান এলিজাবেথা গ্লিঙ্কা লাটাকিয়ায় যাচ্ছিলেন সেখানকার হাসপাতালগুলোতে মেডিকেল সাপ্লাই পৌঁছে দেয়ার জন্য।

২টা ১৬ মিনিট: প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে রাশিয়ার সুপরিচিত মানবাধিকার কর্মী এলিজাবেথা গ্লিঙ্কা ছিলেন বিধ্বস্ত বিমানে।

১টা ৫৮ মিনিট: বিধ্বস্ত বিমানে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানটিতে ছিলেন ৮ জন ক্রু, ৮ জন সেনা সদস্য, ৯ জন সাংবাদিক, সামরিক সংগীত দল আলেক্সান্দ্রভ এনসেম্বলের প্রধানসহ ৬৪ জন সদস্য, দুজন বেসামরিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একজন কর্মী।

১টা ৩৪ মিনিট: রুশ এনটিভি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নিখোঁজ বিমানে সাংবাদিকদের অপর দলটি ছিল তাদের। এরা হচ্ছে করসপনডেন্ট মিখাইল লুজহেটস্কি, ক্যামেরাম্যান ওলেগ পেস্তভ ও সাউন্ড ইঞ্জিনিয়ার ইভগেনি তলস্তভ। কর্মীদের ছবিও প্রকাশ করেছে চ্যানেলটি।

১টা ১১মিনিট: সমুদ্রতীর থেকে সাড়ে ৬ কিলোমিটার গভীরে একজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী একটি নৌকা। ধারণা করা হচ্ছে লাশটি নিখোঁজ বিমানের কারো হতে পারে-রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

১টা ৬ মিনিট: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় একটি তথ্য সংশোধন করেছে। সংশোধিত তথ্যে তারা জানিয়েছে বিমানটিতে ৮৩ জন নয়, মোট ৮৪ জন যাত্রী ছিল। অর্থাৎ ক্রুসহ বিমানে মোট ৯২ জন মানুষ ছিল।

১২টা ৫১ মিনিট: রাশিয়ার Zvezda TV চ্যানেল জানিয়েছে, তাদের তিনজন সাংবাদিক নিখোঁজ বিমানে ছিল। এর আগে চ্যানেল ওয়ানও তাদের তিনজন সাংবাদিক ওই বিমানে থাকার কথা জানিয়েছে। প্রথমে বলা হচ্ছিল নয়জন সাংবাদিক ছিলেন ওই বিমানে। সাংবাদিকদের তৃতীয় দলটি কোন চ্যানেলের, তা এখনো জানা যায়নি। এছাড়া বিমানটিতে ছিলেন সামরিক সংগীত দল আলেক্সান্দ্রভ এনসেম্বল-এর সদস্যরা।

১২টা ৪৬ মিনিট: তদন্ত দলটি ফ্লাইট সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করছে এবং বিমানটির তদারকির দায়িত্বে নিয়োজিতদের জিজ্ঞাসাবাদ করছে।-তাস এর খবর

১২টা ৪৫ মিনিট: সোচি আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকেই উড্ডয়ন করেছিল বিমানটি।

১২টা ৩৮ মিনিট: যথাযথভাবে ফ্লাইট নিয়ম না মানায় আর্টিকেল ৩৫১ ধারা অনুযায়ী একটি ফৌজদারি মামলা দায়ের করেছে বিমানটির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত দল। বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

১২টা ৩৩ মিনিট: এক ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশী চালানোর পরও এখনো কোনো কাউকে উদ্ধার করা যায়নি।

১২টা ৩১ মিনিট: বিমান যাত্রীদের ব্যাক্তিগত ব্যব্হার্য জিনিস সমুদ্রে ভাসতে দেখা গেছে বলে বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন একজন জরুরি উদ্ধারকার্মী কর্মকর্তা।

১২টা ২৮ মিনিট: রাশিয়ার চ্যানেল ওয়ানের তিনজন সাংবাদিক ওই বিমানে ছিলেন বলে জানিয়েছে চ্যানেলটি। এক বিবৃতিতে চ্যানেলটি জানায়, তাদের করসপনডেন্ট দিমিত্রি রানকভ, ক্যামেরাম্যান ভাদিম দেনিশভ এবং সাউন্ড ইঞ্জিনিয়ার আলেক্সান্দার সয়দভ নিখোঁজ বিমানের যাত্রী ছিলেন, যেটি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল।

১২টা ১৯ মিনিট: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বিভাগ জানিয়েছে, সমুদ্রের দেড় কিলোমিটার ভেতরে ও পানির ৫০-৭০ মিটার গভীরে বিমানটির কিছু ধংসাবশেষ পাওয়া গেছে।

১২টা ১৭ মিনিট: রুশ টিইউ-১৫৪ বিমান প্রায়িই সিরিয়ায় যায়, আর বিমানটিকে এসকর্ট দিয়ে নিয়ে যায় দুটি রুশ বোমারু বিমান।

১২টা ১৪ মিনিট: রাশিয়া টুডে(আরটি) টিভি থেকে স্ক্রিনশট। বিমানটি সোচি থেকে লাটাকিয়া যাচ্ছিল।

১২টা ৫ মিনিট: বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে একটি সূত্র বলেছে, বিমানটি উড্ডয়নের সময়ই সাগরে বিধ্বস্ত হয়েছে।

১১টা ৫৩ মিনিট: নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, কৃষ্ণ সাগরের ৬-৮ কিলোমিটার এলাকায় তেলের আস্তরণ দেখা গেছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এ তেল বিধস্ত বিমানের হতে পারে।

১১টা ৫০ মিনিট: রুশ প্রতিরক্ষা মন্ত্রী তল্লাশী অভিযানের ব্যাপারে জরুরী বৈঠকে বসেছেন।

এদিকে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, বিমানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এবং এটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশে যাচ্ছিল।

রাশিয়ার জলসীমার উপর থাকাকালীনই বিমানটি রাডার থেকে হারিয়ে যায় বলে অসমর্থিত একটি সূত্রে বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সেনাবাহিনীর মিউজিক ব্যান্ডের সদস্যরা ও সাংবাদিকরা ছিলেন ওই বিমানে। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, বিমানের সন্ধানে অনুসন্ধান শুরু হয়েছে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মস্কোর কাছে চলোভোস্কি ঘাঁটি থেকে জ্বালানি সংগ্রহ করে বিমানটি সোচিতে এসেছিল। অন্য একটি সূত্রে বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভবত বিমানটি ক্রাশনোদার অঞ্চলে পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।

সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যান্ত্রিক ত্রুটি বা মনুষ্য সৃষ্ট সমস্যা, যেকোনো কিছুই এর জন্য দায়ি হতে পারে। তারা সবকিছুই মাথায় রাখছেন। সংশ্লিষ্ট এলাকার আবহাওয়াও ভালো ছিল।

রুশ প্রতিরক্ষামনত্রী সের্গেই সোইগু তল্লাশী অভিযান তদারকি করছেন। আর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনকে ঘটনার ব্যাপারে অবহিত করা হয়েছে।

সূত্র: আরটি/বিবিসি/রয়টার্স

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

রুশ বিমান বিধ্বস্ত, ৯২ আরোহীর কেউ বেঁচে নেই (লাইভ আপডেট)

আপডেট টাইম : ০৪:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬

৯২ আরোহী নিয়ে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক বিমানের কেউ আর বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ সময় রোববার বিকেলে এ তথ্য জানানো হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে কৃষ্ণ সাগরের কাছে সোচি থেকে টিইউ-১৫৪ বিমানটি উড্ডয়ন করার ২০ মিনিটের মধ্যেই রাডার সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর কৃষ্ণ সাগরে বিমানটি ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিমানটিতে ৮৪ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। সর্বশেষ বাংলাদেশ সময় সন্ধ্যা পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

লাইভ আপডেট (বাংলাদেশ সময়)

৯টা ৬ মিনিট: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উদ্ধার অভিযানে ৩২টি জাহাজসহ আরও উদ্ধারকারী সরঞ্জামাদি আনা হয়েছে।

৯টা ৫ মিনিট: কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। বিমানের আরোহী পরিচালক আলেকসান্দরভ ইনসেমবেলকে ব্যক্তিগতভাবে চেনেন উল্লেখ করে তাকে একজন চমৎকার মানুষ হিসেবে উল্লেখ করেন।

৮টা ৩৮ মিনিট: একই ঘটনায় শোক প্রকাশ করেন কমনয়েলথ মহাসচিব বরিস জনসন।

৮টা ২৮ মিনিট: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উদ্ধার হওয়াদের পরিচয় শনাক্তের কাজ মস্কোতে চলছে।

৭ টা ৩৫ মিনিট: রাশিয়ার সামরিক বিমান টিইউ১৫৪ দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৭টা ৫০ মিনিট: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

৭টা ২০ মিনিট: সোচিতে পৌঁছাতে শুরু করেছেন বিধ্বস্ত বিমানে থাকা যাত্রীদের স্বজনেরা।

৬টা ৪৪ মিনিট: বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

৬টা ৩০ মিনিট: এ পর্যন্ত ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৫টা ১২ মিনিট: রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন টেফট বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

৪টা ২১ মিনিট: উদ্ধার অভিযানে অংশ নিয়েছে চারটি নৌযান, চারটি হেলকপ্টার। ছয়টি বড় জাহাজ ও ৬০ জন ডাইভারকে উদ্ধার কাজে লাগানো হয়েছে। আরও বাড়তি ৫০ জন ডাইভারকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। এছাড়া গভীর সমুদ্রে জরিপে সক্ষম সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। উদ্ধার অভিযানের এ ছবিটি স্পুটনিক থেকে সংগৃহীত।

৪টা ১ মিনিট: স্থানীয় প্রশাসন নিহতদের স্বজনদের মানসিক অবস্থা মোকাবেলা করতে সাহায্য করার জন্য মনোবিদদের জড়ো করেছেন।

৩টা ৫৯ মিনিট: বিধ্বস্তস্থল শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করে তীরে আনা হয়েছে। বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই- রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয়।

৩টা ২৮ মিনিট: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেশটির সুপরিচিত মানবাধিকার কর্মী এলিজাবেথা গ্লিঙ্কার এ ছবিটি তোলা হয়েছিল চলতি মাসের ৮ তারিখ। ওই দিন মানাবাধিকারের জন্য উল্লেখযোগ্য অবদান রাখায় গ্লিঙ্কাকে জাতীয় পুরস্কার প্রদান করেন পুতিন। ছবি: স্পুটনিক/এএফপি

২টা ৪৮ মিনিট: রাশিয়া টুডে’র সৌজন্যে উদ্ধার অভিযানের একটি ভিডিও দেখুন এখানে

২টা ৩৬ মিনিট: প্রেসিডেন্সিয়াল কাউন্সিল ফর হিউম্যান রাইটস এর প্রধান মিখাইল ফেডোটোভ বলেছেন, ‘ফেয়ার ফান্ড’ এর প্রধান এলিজাবেথা গ্লিঙ্কা লাটাকিয়ায় যাচ্ছিলেন সেখানকার হাসপাতালগুলোতে মেডিকেল সাপ্লাই পৌঁছে দেয়ার জন্য।

২টা ১৬ মিনিট: প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে রাশিয়ার সুপরিচিত মানবাধিকার কর্মী এলিজাবেথা গ্লিঙ্কা ছিলেন বিধ্বস্ত বিমানে।

১টা ৫৮ মিনিট: বিধ্বস্ত বিমানে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানটিতে ছিলেন ৮ জন ক্রু, ৮ জন সেনা সদস্য, ৯ জন সাংবাদিক, সামরিক সংগীত দল আলেক্সান্দ্রভ এনসেম্বলের প্রধানসহ ৬৪ জন সদস্য, দুজন বেসামরিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একজন কর্মী।

১টা ৩৪ মিনিট: রুশ এনটিভি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নিখোঁজ বিমানে সাংবাদিকদের অপর দলটি ছিল তাদের। এরা হচ্ছে করসপনডেন্ট মিখাইল লুজহেটস্কি, ক্যামেরাম্যান ওলেগ পেস্তভ ও সাউন্ড ইঞ্জিনিয়ার ইভগেনি তলস্তভ। কর্মীদের ছবিও প্রকাশ করেছে চ্যানেলটি।

১টা ১১মিনিট: সমুদ্রতীর থেকে সাড়ে ৬ কিলোমিটার গভীরে একজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী একটি নৌকা। ধারণা করা হচ্ছে লাশটি নিখোঁজ বিমানের কারো হতে পারে-রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

১টা ৬ মিনিট: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় একটি তথ্য সংশোধন করেছে। সংশোধিত তথ্যে তারা জানিয়েছে বিমানটিতে ৮৩ জন নয়, মোট ৮৪ জন যাত্রী ছিল। অর্থাৎ ক্রুসহ বিমানে মোট ৯২ জন মানুষ ছিল।

১২টা ৫১ মিনিট: রাশিয়ার Zvezda TV চ্যানেল জানিয়েছে, তাদের তিনজন সাংবাদিক নিখোঁজ বিমানে ছিল। এর আগে চ্যানেল ওয়ানও তাদের তিনজন সাংবাদিক ওই বিমানে থাকার কথা জানিয়েছে। প্রথমে বলা হচ্ছিল নয়জন সাংবাদিক ছিলেন ওই বিমানে। সাংবাদিকদের তৃতীয় দলটি কোন চ্যানেলের, তা এখনো জানা যায়নি। এছাড়া বিমানটিতে ছিলেন সামরিক সংগীত দল আলেক্সান্দ্রভ এনসেম্বল-এর সদস্যরা।

১২টা ৪৬ মিনিট: তদন্ত দলটি ফ্লাইট সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করছে এবং বিমানটির তদারকির দায়িত্বে নিয়োজিতদের জিজ্ঞাসাবাদ করছে।-তাস এর খবর

১২টা ৪৫ মিনিট: সোচি আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকেই উড্ডয়ন করেছিল বিমানটি।

১২টা ৩৮ মিনিট: যথাযথভাবে ফ্লাইট নিয়ম না মানায় আর্টিকেল ৩৫১ ধারা অনুযায়ী একটি ফৌজদারি মামলা দায়ের করেছে বিমানটির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত দল। বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

১২টা ৩৩ মিনিট: এক ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশী চালানোর পরও এখনো কোনো কাউকে উদ্ধার করা যায়নি।

১২টা ৩১ মিনিট: বিমান যাত্রীদের ব্যাক্তিগত ব্যব্হার্য জিনিস সমুদ্রে ভাসতে দেখা গেছে বলে বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন একজন জরুরি উদ্ধারকার্মী কর্মকর্তা।

১২টা ২৮ মিনিট: রাশিয়ার চ্যানেল ওয়ানের তিনজন সাংবাদিক ওই বিমানে ছিলেন বলে জানিয়েছে চ্যানেলটি। এক বিবৃতিতে চ্যানেলটি জানায়, তাদের করসপনডেন্ট দিমিত্রি রানকভ, ক্যামেরাম্যান ভাদিম দেনিশভ এবং সাউন্ড ইঞ্জিনিয়ার আলেক্সান্দার সয়দভ নিখোঁজ বিমানের যাত্রী ছিলেন, যেটি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল।

১২টা ১৯ মিনিট: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বিভাগ জানিয়েছে, সমুদ্রের দেড় কিলোমিটার ভেতরে ও পানির ৫০-৭০ মিটার গভীরে বিমানটির কিছু ধংসাবশেষ পাওয়া গেছে।

১২টা ১৭ মিনিট: রুশ টিইউ-১৫৪ বিমান প্রায়িই সিরিয়ায় যায়, আর বিমানটিকে এসকর্ট দিয়ে নিয়ে যায় দুটি রুশ বোমারু বিমান।

১২টা ১৪ মিনিট: রাশিয়া টুডে(আরটি) টিভি থেকে স্ক্রিনশট। বিমানটি সোচি থেকে লাটাকিয়া যাচ্ছিল।

১২টা ৫ মিনিট: বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে একটি সূত্র বলেছে, বিমানটি উড্ডয়নের সময়ই সাগরে বিধ্বস্ত হয়েছে।

১১টা ৫৩ মিনিট: নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, কৃষ্ণ সাগরের ৬-৮ কিলোমিটার এলাকায় তেলের আস্তরণ দেখা গেছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এ তেল বিধস্ত বিমানের হতে পারে।

১১টা ৫০ মিনিট: রুশ প্রতিরক্ষা মন্ত্রী তল্লাশী অভিযানের ব্যাপারে জরুরী বৈঠকে বসেছেন।

এদিকে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, বিমানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এবং এটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশে যাচ্ছিল।

রাশিয়ার জলসীমার উপর থাকাকালীনই বিমানটি রাডার থেকে হারিয়ে যায় বলে অসমর্থিত একটি সূত্রে বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সেনাবাহিনীর মিউজিক ব্যান্ডের সদস্যরা ও সাংবাদিকরা ছিলেন ওই বিমানে। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, বিমানের সন্ধানে অনুসন্ধান শুরু হয়েছে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মস্কোর কাছে চলোভোস্কি ঘাঁটি থেকে জ্বালানি সংগ্রহ করে বিমানটি সোচিতে এসেছিল। অন্য একটি সূত্রে বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভবত বিমানটি ক্রাশনোদার অঞ্চলে পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।

সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যান্ত্রিক ত্রুটি বা মনুষ্য সৃষ্ট সমস্যা, যেকোনো কিছুই এর জন্য দায়ি হতে পারে। তারা সবকিছুই মাথায় রাখছেন। সংশ্লিষ্ট এলাকার আবহাওয়াও ভালো ছিল।

রুশ প্রতিরক্ষামনত্রী সের্গেই সোইগু তল্লাশী অভিযান তদারকি করছেন। আর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনকে ঘটনার ব্যাপারে অবহিত করা হয়েছে।

সূত্র: আরটি/বিবিসি/রয়টার্স