সরু দেশ চিলিতে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরের তীরের দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময় রাত ৮টা ২২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, চিলির দক্ষিণাঞ্চলের শহর পুয়ের্তো মন্তোর ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের বরাত দিয়ে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের ১ হাজার কিলোমিটার উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কায় করা হচ্ছে।
এই সুনামি সতর্কতা পাওয়ার পরই উপকূলবর্তী লস লাগোস অঞ্চল থেকে জনসাধারণকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
এর কিছুক্ষণ আগে চিলির ইকুইক এলাকাতেও ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। তবে এসব ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাস্তাঘাট ও ঘরবাড়িতে ব্যা্পক ক্ষয়ক্ষতি হয়েছে।