আসাদুজ্জামান বাবুল : আপিল বিভাগ থেকে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে দেওয়া (আমৃত্যু কারাদণ্ড) রায়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসললামী। বৃহস্পতি ও রোববার দলটি এ হরতাল পালন করবে।
দলটির প্রচার বিভাগের সহকারী মো ইব্রাহীম স্বাক্ষরিত এক বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান বুধবার বেলা সোয়া বারোটায় এ কর্মসূচির ঘোষণা করেন।
বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার দেশব্যাপী ২৪ ঘন্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। ওই দিন ভোর ৬টা থেকে ১৯ শে সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল পালন করবে দলটি। ১৯ শে সেপ্টেম্বর শুক্রবার সরকারের জুলুম থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে আল্লামা সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান করা হবে। ২০ শে সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করবে দলটি। একই সঙ্গে ২১ শে সেপ্টেম্বর রবিবার ভোর ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল পালন করবে জামায়াতে ইমলামী।