কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ সময় ভোর চারটায় ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হবে। ম্যাচকে সামনে রেখে রোববার অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
ইনজুরি থেকে জাতীয় দলে ফিরেছেন তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি মাচে বলও করেছেন তিনি। প্রথম ওয়ানডেতেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে এ বামহাতি পেসারের।
তাছাড়া প্রস্তুতি ম্যাচে রানে ফিরেছেন বাংলাদেশের মারকুটে ওপেনার সৌম্য সরকার। তাই মূল একাদশে জায়গা পাওয়ার দাবিদার তিনিও।
এদিকে নিউজিল্যান্ডের কন্ডিশন পেস নির্ভর হওয়ায় দলে চারজন পেসার খেলার সম্ভাবনা রয়েছে। মাশরাফি বিন মর্তুজার পেস ভাণ্ডারে মোস্তাফিজের সঙ্গে একাদশে নামতে পারেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
এমন হলে কোনো বিশেষ স্পিনারকে দলে রাখার সম্ভাবনা কম। কেননা ঘূর্ণি জাদু দেখানোর জন্য রয়েছেন সাকিব আল হাসান। তাছাড়া মাহমুদউল্লাহ রিয়াদও বল হাতে যেকোনো সময় ভয়ংকর হয়ে উঠতে পারেন।
কিউই পেস সামলাতে প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারেন সাতজন স্বীকৃত ব্যাটসম্যান। তাছাড়া শেষের দিকে অধিনায়ক মাশরাফিও ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।