পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ইসরায়েলে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছেন। একটি ভুয়া প্রতিবেদনের জেরে শনিবার এক টুইটার বার্তায় তিনি এ হুমকি দিয়েছেন।
নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, এডব্লিউডিনিউজ নামে একটি অখ্যাত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘পাকিস্তান যদি সিরিয়ায় যে কোনো অজুহাতে সেনা পাঠায় তাহলে আমরা দেশটিকে পারমাণবিক হামলা চালিয়ে ধ্বংস করে দেব।’
এর পরিপ্রেক্ষিতে শনিবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী দায়েসের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকার জেরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসলামাবাদে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। ইসরায়েল ভুলে গেছে পাকিস্তানও একটি পারমাণবিক রাষ্ট্র।’
গত ২০ ডিসেম্বর ওই পত্রিকাটি আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে বলা হয়েছিল, ‘ক্লিনটন ট্রাম্পের বিরুদ্ধে সেনাবাহিনী দিয়ে ক্যু করার চেষ্টা করছেন।’ মজার ব্যাপার হচ্ছে, পত্রিকাটি ইসরায়েলের যে প্রতিরক্ষামন্ত্রীর নাম দিয়ে ওই ভুয়া সংবাদটি করেছিল, সেই প্রতিরক্ষামন্ত্রী এখন আর দায়িত্বে নেই। দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান।