কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধলডাংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১১টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার ভোরে ধলডাংগা বিওপির সদস্যরা এ অভিযান চালান।
ধলডাংগা বিওপির হাবিলদার মো. আবদুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভোররাতে সীমান্তে অবস্থান নেন। এ সময় সীমান্তের মেইন পিলার ৯৯৭-এর ৪-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছোট গোপালপুর এলাকা থেকে ১১টি ভারতীয় বাছুর জব্দ করা হয়। এর মূল্য ধরা হয়েছে পৌনে তিন লাখ টাকা।
অপরদিকে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির হাবিলদার মো. আউয়াল হোসেন জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা আজ ভোররাতে মেইন পিলার ৯৪৭-এর ৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের উত্তর অনন্তপুর নামক এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিল এবং আড়াই কেজি গাঁজা জব্দ করেছেন। এসব মাদকের দাম আনুমানিক ৫৬ হাজার৭৭০ টাকা।
৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন বলেন, বাছুরগুলো শুল্ক কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামের ব্যবস্থা করা হবে এবং মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান