ফারুক আহম্মেদ সুজন: আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণাকে কেন্দ্র করে শাহবাগে ইমরানপন্থী গণজাগরণ মঞ্চের কর্মীরা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচী পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ১০ জন আহত হওয়ার খবর পওয়া গেছে।
যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বললে মঞ্চের কর্মীরা পুলিশের উপর চড়াও হয়। এতে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার শেল, লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান