বাংলার খবর২৪.কম: আজ সূর্যাস্তের পর শুরু হবে হাজার মাসের চেয়ে উত্তম ও মহিমান্বিত রজনী শবেকদর। যদিও কোথাও স্পষ্ট করে বলা নেই শবেকদর সম্পর্কে। তার পরও ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গরা বিভিন্ন আলামত ও অভিজ্ঞতার আলোকে আজ রমজানের ২৭তম রাতেই শবেকদর হওয়ার ব্যাপারে বেশি মত ব্যক্ত করেছেন।
মূলত রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে শবেকদর রয়েছে বলে হাদিস শরিফে বর্ণনা রয়েছে। তাই রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত এই সম্ভাবনা থেকে যায়। ফলে অবহেলা না করে রমজানের বেজোড় রাতগুলোতে কদরের রাতের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা দরকার। এ লক্ষ্যেই রোজার শেষ ১০ দিনে মানুষ মসজিদে ইতিকাফে বসে থাকেন। শবেকদর প্রসঙ্গে হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের আশায় কদরের রাতে (ইবাদতে) দাঁড়াবে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে।’ _সহিহ বুখারি
এদিকে আজ শুক্রবার বিশ্ব মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র জুমাতুল বিদা। রমজানের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। ইসলাম ধর্মাবলম্বীরা দিনটি ইবাদত-বন্দেগি ও জিকির-আসকারের মাধ্যমে পালন করেন। এদিন জুমার নামাজে শরিক হয়ে বিশেষ দোয়ায় শামিল হন মুসলমানরা।
দিনটি মুসলমানদের প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দেস’ মসজিদুল আল-আকসা পুনরুদ্ধারের দাবিতে আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়। ১৯৬৮ সালে ইসরায়েলি আগ্রাসনে মুসলিমদের হাতছাড়া হয় মসজিদুল আল-আকসা খ্যাত বায়তুল মুকাদ্দেস।
হজরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তাঁর উম্মতরা এরই ধারাবাহিকতায় এ দিনে জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন এবং বিশেষ মোনাজাত করেন।
কদরের মহিমান্বিত রাত হচ্ছে অন্তরের যাবতীয় ময়লা-আবর্জনা ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার এক সুবর্ণ সুযোগ। যারা কদরের রাতে জাগ্রত থেকে ইবাদত-বন্দেগি করেন, আল্লাহতায়ালা তাদের নাম পুণ্যবানদের তালিকাভুক্ত করে নেন এবং জাহান্নামের আগুনকে তাদের জন্য চিরতরে হারাম করে দেন। এ রাতের আমলের ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। কিন্তু বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও তাসবিহ পাঠের কথা বলা হয়েছে। এ ছাড়া তারাবির নামাজের কথা বলা হয়েছে। কিয়ামুল লাইলের ব্যাপারে হাদিসে বলা হয়েছে, হজরত রাসূলুল্লাহ (সা.) রমজান এবং রমজান বাদে আট রাকাতের বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন না। তাহাজ্জুদের নামাজ ছাড়া অন্যান্য নফল নামাজ যত রাকাত ইচ্ছা পড়া যেতে পারে। যেহেতু নামাজের অনেক ফজিলত রয়েছে, সুতরাং এ রাতে জীবনের কাজা নামাজ আদায় করা উত্তম। তবে মনে রাখতে হবে, কোনো ইবাদত যেন লোক-দেখানো না হয়। লোক-দেখানো ইবাদত শিরকের সমতুল্য।
পবিত্র শবেকদর উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পবিত্র এই রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দেশের সংবাদপত্রগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান।
পবিত্র শবেকদর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী তথা বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সবার কল্যাণ কামনা করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান