ডেস্ক:বিমানবাহী রণতরী লিয়াওনিংকে নৌমহড়ায় অংশগ্রহণের জন্য প্রশান্ত মহাসাগরে পাঠাতে যাচ্ছে চীন। তাইওয়ান ও বেইজিংয়ের মধ্যে যখন কূটনৈতিক টানপোড়েন বেড়ে চলছে ঠিক তখনই এই মহড়ার ঘোষণা দিল চীন।
চীনের রাষ্ট্র পরিচালিত দৈনিক গ্লোবাল টাইমস নৌবাহিনীর বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে এ মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নৌবাহিনী।
এতে বলা হয়েছে, বার্ষিক মহড়ার পরিকল্পনার অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হবে। লিয়াওনিংয়ের সঙ্গে তাজা গুলির এ মহড়ায় অংশ নেবে নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ। মহাসাগরের গভীরে এ মহড়া অনুষ্ঠিত হবে বলা হলে ঠিক কোথায় এটি হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রথমবারের মতো চীনের একমাত্র বিমানবাহী রণতরী লিয়াওনিং সামরিক মহড়ায় অংশ গ্রহণ করছে । এর আগে অবশ্য এটি বোহাই সাগর, পিত সাগর, পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর সাগর এলাকায়ও এটি সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছে।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবাহী রণতরী লিয়াওনিং মিয়াকো প্রণালী দিয়ে যাবে। এসময় তারা এর ওপর নজরদারি চালাবে।