পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সরকারি কাজে বাঁধা ও কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অভিযোগে আইনুদ্দীন শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটী গ্রামের মৃত সুলতান শেখের ছেলে আইনুদ্দীন হিতামপুর স্লুইচ গেট সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন।
প্রশাসনের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ আইনুদ্দীনকে মাটি উত্তোলন করতে নিষেধ করলে তাকে মারপিট করা হয়। খবর পেয়ে শনিবার বিকালে নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৮-১৮৯ ও বালুমহল ও ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৪ ধারা ভঙ্গে ১৫-১ ধারায় আইনুদ্দীনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান