অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ Logo নারায়ণগঞ্জ জেলায় ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার ফ্যাসিস্ট মামুনের দূর্নীতিতে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা Logo সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের Logo লালমনিরহাটের মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল Logo ঝিনাইগাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন Logo লালমনিরহাটে মাদক ও অস্ত্র সহ আটক তিনজনকে আদালতে প্রেরণ Logo পাটগ্রামে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo লালমনিরহাটে পিস্তল-গুলিসহ তিনজন আটক

খুলনায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার তদন্ত- ওসি ক্লোজ

বাংলার খবর২৪.কম, খুলনা : খুলনার কয়রা উপজেলায় চলমান বিতর্কিত বৃক্ষমেলা ও নগ্ন নৃত্যের অনুষ্ঠানে বিনা টিকিটে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। রেঞ্জ ডিআইজি’র নির্দেশে সোমবার রাতেই এ কমিটি গঠণ করা হয়।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দায়িত্বে অবহেলার অভিযোগ এনে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্তকে ক্লোজ করা হয়েছে। সোমবার রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, কয়রায় ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। কমিটির অপর দু’ সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ ও মোঃ মিজানুর রহমান। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দায়িত্বে অবহেলার দায়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্তকে ক্লোজ করা হয়েছে বলেও জানান তিনি।
কয়রা থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার বলেন, পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৩০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বিষয়টি সহনশীল পর্যায়ে আনার চেষ্টা চলছে। এছাড়া ঘটনার তদন্তে গঠিত কমিটি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনেন এবং স্বাক্ষ্য গ্রহন করেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, রোববার রাতে উপজেলার উত্তর বেদকাশী এলাকার একটি বৃক্ষ মেলায় বিনা টিকিটে ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী সার্কাস দেখতে গেলে আয়োজকদের সাথে তাদের সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গুলি চালালে ১৪ ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়। এ সময় ছাত্রলীগের হামলায় পুলিশের দু’ এ এসআই আহত হন। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করে। ঘটনার পর থেকে উপজেলায় পুলিশ ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে রয়েছে। আতংকিত হয়ে পড়েছে স্থানীয় জনসাধারণ।

গলাকাটা লাশ উদ্ধার
পিএনএস, খুলনা : খুলনার কয়রা উপজেলার পল্লী থেকে শেখ মিজানুর রহমান লিটু (৩২) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টারদিকে উপজেলার উত্তর বেদকাশী গ্রামের বড়বাড়ি এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে হত্যাকান্ডের কারণ জানা যায়নি।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার জানান, স্থানীয়রা গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত লিটু মাদকাসক্ত ছিল বলেও দাবি করেন তিনি। লিটু বড়বাড়ি গ্রামের শেখ মোজাম্মেল হকের ছেলে।
এদিকে নিহতের স্বজনরা জানান, লিটু সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। আর মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়। তবে কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে সে সম্পর্কে তারা কিছু জানাতে পারেনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সাবেক এমপি’র বাড়ীতে ডাকাতি : পিস্তল-স্বর্ণলংকার লুট
খুলনায় সাবেক সংসদ সদস্য শরীফ খসরুজ্জামানের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা একটি লাইসেন্সকৃত পিস্তল, ৩০ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৯০হাজার টাকা লুট করে। সোমবার দিবাগত গভীর রাতে মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রাঘাতে গুরুতর আহত সাবেক সংসদ সদস্যের বড় ছেলে শরীফ কাসাফুদ্দোজা মোহাম্মদ কাফিকে (৪৩) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০/১৫জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত তিনতলা বাড়ীর নীচতলার গ্রীল কেটে দোতলায় প্রবেশ করে। দোতলায় গিয়ে ডাকাতরা শরীফ খসরুজ্জামানের মাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ীর সকলকে ডেকে তোলে। এ সময় শরীফ খসরুজ্জামানের বড় ছেলে কাফি প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তারা বাড়ীর সকলকে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, স্বর্ণলংকার ও পিস্তল লুট করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার বা ডাকাতির মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, শরীফ খসরুজ্জামান ১৯৯৬ সালে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি বিএনপিতে যোগদান করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন

খুলনায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার তদন্ত- ওসি ক্লোজ

আপডেট টাইম : ০৪:১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম, খুলনা : খুলনার কয়রা উপজেলায় চলমান বিতর্কিত বৃক্ষমেলা ও নগ্ন নৃত্যের অনুষ্ঠানে বিনা টিকিটে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। রেঞ্জ ডিআইজি’র নির্দেশে সোমবার রাতেই এ কমিটি গঠণ করা হয়।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দায়িত্বে অবহেলার অভিযোগ এনে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্তকে ক্লোজ করা হয়েছে। সোমবার রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, কয়রায় ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। কমিটির অপর দু’ সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ ও মোঃ মিজানুর রহমান। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দায়িত্বে অবহেলার দায়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্তকে ক্লোজ করা হয়েছে বলেও জানান তিনি।
কয়রা থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার বলেন, পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৩০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বিষয়টি সহনশীল পর্যায়ে আনার চেষ্টা চলছে। এছাড়া ঘটনার তদন্তে গঠিত কমিটি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনেন এবং স্বাক্ষ্য গ্রহন করেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, রোববার রাতে উপজেলার উত্তর বেদকাশী এলাকার একটি বৃক্ষ মেলায় বিনা টিকিটে ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী সার্কাস দেখতে গেলে আয়োজকদের সাথে তাদের সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গুলি চালালে ১৪ ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়। এ সময় ছাত্রলীগের হামলায় পুলিশের দু’ এ এসআই আহত হন। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করে। ঘটনার পর থেকে উপজেলায় পুলিশ ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে রয়েছে। আতংকিত হয়ে পড়েছে স্থানীয় জনসাধারণ।

গলাকাটা লাশ উদ্ধার
পিএনএস, খুলনা : খুলনার কয়রা উপজেলার পল্লী থেকে শেখ মিজানুর রহমান লিটু (৩২) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টারদিকে উপজেলার উত্তর বেদকাশী গ্রামের বড়বাড়ি এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে হত্যাকান্ডের কারণ জানা যায়নি।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার জানান, স্থানীয়রা গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত লিটু মাদকাসক্ত ছিল বলেও দাবি করেন তিনি। লিটু বড়বাড়ি গ্রামের শেখ মোজাম্মেল হকের ছেলে।
এদিকে নিহতের স্বজনরা জানান, লিটু সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। আর মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়। তবে কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে সে সম্পর্কে তারা কিছু জানাতে পারেনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সাবেক এমপি’র বাড়ীতে ডাকাতি : পিস্তল-স্বর্ণলংকার লুট
খুলনায় সাবেক সংসদ সদস্য শরীফ খসরুজ্জামানের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা একটি লাইসেন্সকৃত পিস্তল, ৩০ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৯০হাজার টাকা লুট করে। সোমবার দিবাগত গভীর রাতে মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রাঘাতে গুরুতর আহত সাবেক সংসদ সদস্যের বড় ছেলে শরীফ কাসাফুদ্দোজা মোহাম্মদ কাফিকে (৪৩) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০/১৫জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত তিনতলা বাড়ীর নীচতলার গ্রীল কেটে দোতলায় প্রবেশ করে। দোতলায় গিয়ে ডাকাতরা শরীফ খসরুজ্জামানের মাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ীর সকলকে ডেকে তোলে। এ সময় শরীফ খসরুজ্জামানের বড় ছেলে কাফি প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তারা বাড়ীর সকলকে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, স্বর্ণলংকার ও পিস্তল লুট করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার বা ডাকাতির মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, শরীফ খসরুজ্জামান ১৯৯৬ সালে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি বিএনপিতে যোগদান করেন।