গাইবান্ধায় সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা
পিএনএস, গাইবান্ধা : জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে নিজ বাড়িতে সার মজুদের দায়ে এক সাব সার ডিলারের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রাফা মোহাম্মদ আরিফ মঙ্গলবার দুপুরে এ রায় দেন। উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার জানান, গোপন খবরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রাফা মোহাম্মদ আরিফ পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার ছাপড়হাটীর ছমিরের বাজারে অভিযান চালান। এ সময় সারের সাব ডিলার হায়দার আলীর বাড়ি থেকে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযানে সাব ডিলার হায়দার আলী পালিয়ে যাওয়ায় তার ছেলে জাহিদুল ইসলামকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমান করে জাহিদুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, উদ্ধার করা সার বিক্রি করে সমুদয় টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভোলারায় গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত আবদুর রাজ্জাক (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। আবদুর রাজ্জাক ওই গ্রামের মৃত আবদুর গফুরের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোজনের বরাত দিয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম রাজা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশি সাইফুল ইসলাম ও তার স্ত্রী রোকেয়ার সাথে আবদুর রাজ্জাকের পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে আব্দুর রাজ্জাক বাড়ীর পাশের ক্ষেতে গেলে সাইফুল ও রোকেয়া তাদের লোকজনসহ রাজ্জাকের উপর চালিয়ে হামলা চালিয়ে এলোপাতারি মারপিট করে। এতে আবদুর রজ্জাক গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আবদুর রাজ্জাকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা সাইফুল ইসলামের বসত বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়।
বিদ্যুৎ বিভ্রাট কমছে না
সারাদেশে বিদুৎ বিভ্রাট হ্রাস পেলেও গাইবান্ধা জেলায় সীমাহীন বিদুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ সমস্যা কমছে না। মঙ্গলবার পলাশবাড়ীতে ট্রান্সফরমার মেরামতের নামে সকাল ৮টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত একটানা সাড়ে ৫ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকে। এরপরে বিদ্যুৎ এলেও ২টা ১৫ মিনিট পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট পর পর চারবার বিদ্যুৎ বিভ্রাট হয়। এ অবস্থা নিত্য নৈমিত্তিক। ফলে প্রচন্ড এই গরমে জনদুর্ভোগ এখন চরমে।
নিয়মিত লোডশেডিং ছাড়াও প্রতি সপ্তাহে গড়ে তিন থেকে চারদিন বিদ্যুৎ লাইন সম্প্রসারণ, ট্রান্সফরমার মেরামতের অযুহাতে একটানা ৬ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখাটা এখন নিয়মে পরিণত হয়েছে। এছাড়া সামান্য ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায় আর তা কমপক্ষেও দু’ থেকে তিন ঘন্টার আগে ফিরে আসে না। সাথে যুক্ত হয়েছে নিয়মিত লো-ভোল্টেজ সমস্যা। এই ভোল্টেজ ওটানামায় কম্পিউটার, বৈদ্যুতিক বাল্ব, ফ্রিজ, টিভিসহ বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম উল্লেখযোগ্য হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটে গাইবান্ধার ৪টি নিয়মিত দৈনিক ও ৪টি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ বিতরণ বিভাগের অনিয়ম দুর্নীতি এবং অদক্ষতা অবহেলার কারণেই এ জেলায় লাগাতার এই বিদ্যুৎ বিভ্রাট। অভিযোগ রয়েছে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী সুকুমার লাল সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই এ জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যুৎ সরবরাহ লাইনে ও ট্রান্সফরমার মেরামতসহ পলাশবাড়ি গ্রীড লাইন থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ার কারণে মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।
ত্রাণ বিতরণ
জেলার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার বন্যা ক্ষতিগ্রস্থ অসহায় ৫ হাজার পরিবারের মধ্যে ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে ইউনিসেফ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতি এই ৪টি উপজেলার ২২টি ইউনিয়নের ইউনিসেফ প্রদত্ত এসব ফ্যামিলিকিট বক্স ও প্লাস্টিক শীট বিতরণ করা হয়। চারদিনব্যাপী পরিচালিত এই ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এহছানে এলাহী, উপ-পরিচালক স্থানীয় সরকার মোখলেছুর রহমান, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, ইউনিসেফ বগুড়া জোনের প্রধান কর্মকর্তা ও প্রোগ্রাম অফিসার সহকারী কমিশনার স্থানীয় সরকার ও সাধারণ শাখা, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা প্রমুখ।
প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, উড়িয়া, গজারিয়া, ফজলুপুর, কঞ্চিপাড়া ও উদাখালী ইউনিয়নের ৫শ’ পরিবারের মধ্যে ৯শ’ ৫০টি প্লাষ্টিক শীট ও ৫শ’ ফ্যামিলি কীট, সুন্দরগঞ্জের হরিপুর, বেলকা, তারাপুর, চন্ডিপুর, কঞ্চিবাড়ী, কাপাশিয়া ও শ্রীপুরের ১ হাজার ৫শ’ ফ্যামিলি কীট ও ১ হাজার ৫শ’ প¬াষ্টিক শীট, সাঘাটার হলদিয়া ও সাঘাটা ইউনিয়নের ১ হাজার পরিবারের মধ্যে ১ হাজার ফ্যামিলি কীট ও ১ হাজার প¬াষ্টিক শীট এবং গাইবান্ধা সদর উপজেলায় ৫শ’ ফ্যামিলি কীট ও ৯শ’ ৫০ পিচ প্লাস্টিক শীট বিতরণ করা হয়। মোল¬ারচর, কামারজানী, গিদারী, ঘাগোয়া, মালিবাড়ী ও খোলাহাটী ইউনিয়নের ৫শ’ পরিবারের মধ্যে।
সড়কের বেহাল দশা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ঘোড়াঘাট হয়ে দিনাজপুর জেলা পর্যন্ত সম্প্রসারিত গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কটির এখন বেহাল অবস্থা। বিশেষ করে গোবিন্দগঞ্জ থেকে সাহেবগঞ্জ ইক্ষু খামার পর্যন্ত দীর্ঘ প্রায় ৮ কি.মি. সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। ফলে ওইপথে চলাচলকারি দুরপাল্লার বাস ও মালামাল পরিবহনেরর ট্রাকগুলো চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের গাইবান্ধা অফিস সুত্রে জানা গেছে, ১৯৮৮ সালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কটি নির্মাণের পর ২০০৮ সালে ভয়াবহ বন্যায় সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে সীমিতভাবে এর সংস্কার কাজ করা হয়। এরপর সড়কটি চালু রাখতে বড়ো ধরনের কোন উন্নয়ন কাজে হাত নেয়া হয়নি কখনও। ফলে অতিরিক্ত যানবাহন চলাচল এবং প্রাকৃতিক নানা দুর্ভোগের কারণে ধীরে ধীরে সড়কটির বিভিন্ন স্থানে আস্তর উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এ গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এ পথ দিয়েই হিলিস্থল বন্দর দিয়ে আসা ভারতীয় মালামাল দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এছাড়া মধ্যপাড়া কঠিন শিলা ও বড় পুকুরিয়ার কয়লা খনির যানবাহনও এ পথেই যাতায়াত করে। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ হয়ে রাজধানীসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় যাতায়াতে প্রায় ৪০ কি. মি. দূরত্ব কম হয় বলে এ পথে যানবাহন চলাচলের সংখ্যা বেশি।
সড়ক ও জনপথ বিভাগের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান বলেন, গোবিন্দগঞ্জ-ফুলছড়ি-দিনাজপুর সড়কে কাটা পর্যন্ত অংশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাট পর্যন্ত ১৪ কি.মি. অংশের শীঘ্রই সংস্কারের কাজ করা হবে বলে তিনি জানান।
রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও গাইবান্ধা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ হাবীব সোহেলের মাতা বেগম মজিদা খাতুনের রোগ মুক্তি কামনায় মঙ্গলবার এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি কার্যালয়ে সদর থানা বিএনপি, সদর ও শহর স্বেচ্ছাসেবক দল এর আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আনিসুজ্জামান খান বাবু, মাহমুদুন্নবী টিটুল, মমতাজুল ইসলাম, ইলিয়াছ আলী, কামরুজ্জামান সেলিম, শফিকুল ইসলাম রুবেল, শাকিল ইসলাম পাপুল, বজলুল করিম রপু, আবু সুফিয়ান নাসের টিপু, মঞ্জুরুর রহমান লিটন, আব্দুর রউফ সরকার, বিপুল কুমার দাস, আব্দুর রাজ্জাক, নুর আলম, রেজাউল করিম প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান