ময়মনসিংহ: ‘‘সমৃদ্ধ নগরীর জন্য বই’ এই শ্লোগান নিয়ে শিক্ষা নগরী ময়মনসিংহে ৮দিন ব্যাপী বই মেলার শুভ উদ্ভোধন করা হয়েছে। এবারের বই মেলার স্টলে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের ২টি বই রয়েছে।
৮দিন ব্যাপী বই মেলার আয়োজন করেছে ময়মনসিংহ পৌরসভা।
শনিবার(২৪ ডিসেম্বর) বিকালে স্থানীয় টাউন হল মাঠে জেলা প্রশাসক খলিলুর রহমান ও পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এ সময় পৌর সভার মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বই সম্পর্কে জ্ঞান গর্ব আলোচনা করেন জেলা প্রশাসক খলিলুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম প্রমূখ।
বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন-শিক্ষা, সংস্কৃতিকে ধরে রাখার জন্য বইয়ের কোন বিকল্প নেই,জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে বই পড়ার কোনো বিকল্প নেই, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, শোন হে মানুষ ভাই’ মানুষের মাঝে জ্ঞানের আলো জ্বালাতে অবশ্যই বই পড়তে হবে,বইকে যদি আমরা ঘরে ঘরে পৌছে দিতে পারি তা হালে আগামী প্রন্মমের কাছে আমাদের শিক্ষা ও সংস্কৃতিকে তুলে ধরতে পারবো।
সুশিক্ষিত জাতি গড়তে বই পড়ে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। জ্ঞানের আলোয় একজন মানুষকে আলোকিত করতে হলে বই পড়তেই হবে,বই পড়া ছাড়া জ্ঞানের পরিধি বৃদ্ধির কোনো উপায় নেই, তাই নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আরো মনযোগী হতে হবে।
ময়মনসিংহের বই মেলায় প্রধান মন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মন খারাপের গাড়ি ও খেরোখাতার পাতা থেকে বই দুটি মেলার স্টলে উঠেছে।
আলোচনা সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ,কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী,স্কুল কলেজের শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আট দিন ব্যাপী বই মেলায় অর্ধশত স্টল বসেছে, বই মেলা আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান