ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চল উরুজগান প্রদেশে বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও অন্তত দুইজন আহত হয়েছেন।
শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সংবাদমাধ্যমগুলো জানায়, তালেবানসহ সরকার বিদ্রোহী সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে হামলাটি চালায় আফগান বিমান বাহিনী। আফগান নিরাপত্তা বাহিনী চলতি মাসের শুরুতে প্রদেশটিতে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, আফগান বিমান বাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের প্রথম দিনে ১৮ জঙ্গি নিহত হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান