চুয়াডাঙ্গায় গরু চোর সন্দেহে ধরা পড়া এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত ইমরান হোসেনের (৪০) বাড়ি মেহেরপুর জেলার বারাদী কলোনি গ্রামে।
শনিবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।
সদর উপজেলার পিতম্বরপুর গ্রামে গরু চুরি করতে গিয়ে শনিবার ভোররাতে গ্রামবাসীর হাতে ধরা পড়েন ইমরান।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, রাত তিনটার দিকে একদল গরুচোর পিতম্বরপুর গ্রামে আসে। তারা গ্রামের আব্দুল খালেকের বাড়িতে ঢুকে গরু চুরি করার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজনের ঘুম ভেঙে গেলে তারা চিৎকার শুরু করে। লোকজন ছুটে এলে গরুচোরেরা পালিয়ে যায়। ইমরান হোসেন ধরা পড়ে জনতার হাতে। জনতার গণপিটুনিতে আহত হয় ইমরান।পরে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান