চুয়াডাঙ্গায় গরু চোর সন্দেহে ধরা পড়া এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত ইমরান হোসেনের (৪০) বাড়ি মেহেরপুর জেলার বারাদী কলোনি গ্রামে।
শনিবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।
সদর উপজেলার পিতম্বরপুর গ্রামে গরু চুরি করতে গিয়ে শনিবার ভোররাতে গ্রামবাসীর হাতে ধরা পড়েন ইমরান।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, রাত তিনটার দিকে একদল গরুচোর পিতম্বরপুর গ্রামে আসে। তারা গ্রামের আব্দুল খালেকের বাড়িতে ঢুকে গরু চুরি করার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজনের ঘুম ভেঙে গেলে তারা চিৎকার শুরু করে। লোকজন ছুটে এলে গরুচোরেরা পালিয়ে যায়। ইমরান হোসেন ধরা পড়ে জনতার হাতে। জনতার গণপিটুনিতে আহত হয় ইমরান।পরে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিরোনাম :
গণপিটুনিতে সন্দেহের গরু চোর নিহত
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৪০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
- ১৭১৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ