ডেস্ক: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ অভিযানে নিহত হয়েছেন দুই জঙ্গি।
ঘটনাস্থলে এখন কাজ করছে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ইউনিট ও পুলিশের সদস্যরা। আশকোনার সেই বাড়িটিতে প্রচুর বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে এখনো সাধারণ মানুষ, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ভিড়। বিপদের সম্ভাবনা থাকায় বাড়িটিতে এখনো কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
শনিবার ভোর থেকেই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে শিশুসহ দুই নারী আত্মসমর্পন করলেও ভেতরে আরও তিনজন আছে বলে জানায় পুলিশ। তাদেরকে বারবার বাইরে এসে আত্মসমর্পনের আহ্বান জানানো হয়। তাতে সাড়া না পাওয়ায় বেলা সাড়ে ১২টা নাগাদ ফের অভিযান শুরু হয়। অভিযান শুরুর পরপর নারী জঙ্গি গ্রেনেড নিক্ষেপ করেন। এতে দুই জঙ্গি নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্যসহ তিন জন আহত হয়।